Narendra Modi-Amit Shah

ভোটের আগে বাংলায় সফর শুরু মোদী-শাহের

জাতীয়তাবাদী আবেগকে নিজেদের পক্ষে আনার এবং মুর্শিদাবাদ, মালদহের অশান্তির ঘটনার প্রেক্ষিতে হিন্দু ভোট এককাট্টা করার মরিয়া চেষ্টা চালাচ্ছে রাজ্য বিজেপি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মে ২০২৫ ০৬:০৬
Share:

(বাঁ দিকে) নরেন্দ্র মোদী এবং অমিত শাহ (ডান দিকে)। —ফাইল চিত্র।

খাতায়-কলমে রাজ্যে বিধানসভা ভোটের আর এক বছরও বাকি নেই। তার আগে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’কে সামনে রেখে দলের ‘তিরঙ্গা যাত্রা’ কর্মসূচির মাধ্যমে জাতীয়তাবাদী আবেগকে নিজেদের পক্ষে আনার এবং মুর্শিদাবাদ, মালদহের অশান্তির ঘটনার প্রেক্ষিতে হিন্দু ভোট এককাট্টা করার মরিয়া চেষ্টা চালাচ্ছে রাজ্য বিজেপি। এই আবহে ২৯ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং তার দু’দিনের ব্যবধানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বঙ্গ-সফরে আসতে পারেন। রাজনৈতিক শিবিরের একাংশের ধারণা, দলের প্রধান দুই মুখকে রাজ্যে এনে বিধানসভা ভোটের প্রচারই শুরু করে দিতে চাইছে বিজেপি।

সব ঠিক থাকলে আগামী ২৯ তারিখ আলিপুরদুয়ারে সভা করার কথা রয়েছে মোদীর। এর আগে একটি সরকারি অনুষ্ঠানে কিছু প্রকল্পের উদ্বোধনও করতে পারেন তিনি। বিজেপি সূত্রে খবর, মোদীর সফরের পরেই ৩১ মে রাতে কলকাতায় আসতে পারেন শাহ। পরের দিন বিএসএসফের একটি অনুষ্ঠানে যোগ দিতে পারেন। দুপুরে সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে বিজেপির সাংগঠনিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। যদিও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শুক্রবার বলেছেন, “এখনও তাঁর সফরসূচি চূড়ান্ত হয়নি। যে মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে চূড়ান্ত সূচি পাঠানো হবে, জানিয়ে দেওয়া হবে।”

মোদী-শাহের সম্ভাব্য বঙ্গ-সফরকে নির্বাচনী অঙ্কেই দেখতে চাইছে শাসক দল তৃণমূল কংগ্রেসও। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, “নির্বাচনের আলোচনা শুরু হলেই ওঁরা দৈনিক যাতায়াত শুরু করেন। বাংলার মানুষ ওঁদের প্রত্যাখ্যান করেছেন। বাংলাকে ভালবেসে এলে, খালি হাতে শুধু সংলাপ নিয়ে আসবেন না। বাংলার বকেয়া টাকা সঙ্গে করে আনবেন! তবেই বুঝব আপনারা বাংলাকে সম্মান করেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন