Betting Case

বেটিং কাণ্ড: শিক্ষকের শ্বশুরবাড়ির বিছানা, ঠাকুরঘর থেকে মিলেছে কোটি টাকারও বেশি! ধৃত মোট ১৪, জানাল রাজ্য পুলিশ

বেটিং কারবারে জড়িত থাকার অভিযোগে ধৃত শিক্ষকের শ্বশুরবাড়ি থেকে মিলেছে এক কোটি টাকারও বেশি। সোমবার এ কথা জানালেন দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মণ্ডল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৩
Share:

—প্রতীকী চিত্র।

বেটিং কারবারে জড়িত থাকার অভিযোগে ধৃত শিক্ষকের শ্বশুরবাড়ি থেকে মিলেছে এক কোটি টাকারও বেশি। সোমবার এ কথা জানালেন দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মণ্ডল। তিনি জানান, এখনও পর্যন্ত সব মিলিয়ে ১৪ জন গ্রেফতার হয়েছেন জুয়াকাণ্ডে।

Advertisement

কিছু দিন আগে অনলাইন গেম ও বেটিং চালানোর অভিযোগে পিন্টু ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার পুলিশ। সেই সঙ্গে বেশ কিছু জায়গায় চলে অভিযান। তার আগে সর্বমঙ্গলা থেকেও এক যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করে গত শনিবার কুণাল দাস ও অপূর্ব সরকার নামে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। গ্যাংটক থেকে গ্রেফতার করা হয়েছিল গঙ্গারামপুরের নয়াবাজার হাই স্কুলের বিজ্ঞানের শিক্ষক অপূর্বকে।

রবিবার অপূর্বের শ্বশুরবাড়িতে অভিযান চলে। তাতে সেই বাড়ির বিছানা এবং ঠাকুরঘর থেকে ১ কোটি ১৭ লক্ষ ৯৭ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। অপূর্বের নিজের বাড়ি থেকেও ১৭ লাখ টাকা পাওয়া গিয়েছে। সব মিলিয়ে উদ্ধার হওয়া টাকার পরিমাণ ১ কোটি ৩৮ লাখ ৯৭ হাজার টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement