Kalna Boy Death

১০ বছরের বালকের ‘রহস্যমৃত্যু’ কালনায় হোমে! কর্তৃপক্ষের দাবি, ‘খেলতে গিয়ে পড়ে গিয়েছিল’

পঞ্চম শ্রেণির ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের কালনায়। বুধবার কালনা হিন্দু মিশন বয়েজ ওয়েলফেয়ার হোমে তন্ময় দাস নামে বছর দশেকের ওই ছাত্রের মৃত্যু হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ১৪:০৬
Share:

হোমে এক বালকের মৃত্যু ঘিরে রহস্য! —প্রতীকী চিত্র।

পঞ্চম শ্রেণির ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের কালনায়। বুধবার কালনা হিন্দু মিশন বয়েজ ওয়েলফেয়ার হোমে তন্ময় দাস নামে বছর দশেকের ওই ছাত্রের মৃত্যু হয়েছে। মিশন কর্তৃপক্ষের দাবি, তন্ময় খেলতে খেলতে পড়ে গিয়েছিল। কিন্তু কর্তৃপক্ষের দাবি মানতে নারাজ বালকের আত্মীয়েরা। তাঁদের দাবি, তন্ময়ের মৃত্যুর নেপথ্যে অন্য কারণ রয়েছে। যদিও পুলিশের প্রাথমিক অনুমান, দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে বালকের।

Advertisement

মিশন সূত্রে খবর, ২০২২ সালে হোমে এসেছিল তন্ময়। খেলাধুলো খুব ভালবাসত। বুধবার সন্ধ্যায় হোমের মধ্যেই বন্ধুদের সঙ্গে খেলছিল সে। সেই সময়ে তন্ময় পড়ে যায়। হোমের কর্মী শুভ্রা দাস বলেন, ‘‘তড়িঘড়ি ওকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকেরা ওকে মৃত বলে ঘোষণা করেন।’’

কালনার এসডিপিও রাকেশ চৌধুরী বলেন, ‘‘ছাত্রের পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement