নাকের থেকে ‘এ’ র্যাঙ্কিং পেল বেলঘরিয়ার ভৈরব গাঙ্গুলি কলেজ। কলেজের অধ্যক্ষা মীনাক্ষী রায় জানান, এপ্রিলে নাকের একটি দল কলেজে পরিদর্শন করে। কলেজের স্পোর্টস অডিটোরিয়াম, ওষধি গাছের বাগান, আবহাওয়া সংক্রান্ত গবেষণাগার, প্রদর্শশালা দেখে তারা প্রশংসা করেন। অধ্যক্ষার কথায়, ‘‘কলকাতার নামী কলেজগুলির সঙ্গে প্রতিযোগিতা করে এই সম্মান পেয়ে আমরা খুশি।’’