জমি দালাল রুখতে নির্দেশ নবান্নের

ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকদের কাজকর্ম নিয়ে দক্ষিণ ২৪ পরগনার প্রশাসনিক বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সর্বস্তরের ভূমি আধিকারিকদের করণীয় স্থির করে দিল নবান্ন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৮ ০৫:২৫
Share:

ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকদের কাজকর্ম নিয়ে দক্ষিণ ২৪ পরগনার প্রশাসনিক বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সর্বস্তরের ভূমি আধিকারিকদের করণীয় স্থির করে দিল নবান্ন। প্রশাসনের সকলকেই স্বচ্ছতা এবং জমির দালাল চক্রের ব্যাপারে বাড়তি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

নবান্ন মনে করছে, একেবারে তৃণমূল স্তরের আধিকারিকেরা কার্যত সরকারের মুখ হয়েই কাজ করেন। তাঁদের আচরণের উপরে সরকারের ভাবমূর্তি অনেকাংশে নির্ভর করে। তাই মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনার নির্দেশ দেওয়া হয়েছে ব্লক, মহকুমা এবং জেলা স্তরের ভূমি আধিকারিকদের। জমির বিষয়ে কেউ প্রশাসনের কাছে সাহায্য চাইলে এলে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে তাঁর সমস্যার সমাধান করতে হবে। অনেক সময়েই অস্বচ্ছতা ও দালাল চক্রের অভিযোগ ওঠে। মুখ্যমন্ত্রী যে আর এমন অভিযোগ শুনতে চাইছেন না, তা স্পষ্ট করে দিয়েছে নবান্ন। দক্ষিণ ২৪ পরগনার প্রশাসনিক বৈঠকে ‘বিরক্ত’ মুখ্যমন্ত্রী দুর্নীতি দমন শাখার মাধ্যমে আধিকারিকদের একাংশের বিরুদ্ধে নজরদারির নির্দেশও দিয়েছেন।

পশ্চিমবঙ্গ জন পরিষেবা অধিকার আইনের অধীনে কত সময়ে কোন কাজ করতে হবে, সেই নির্দেশ দিয়েছে নবান্ন। জমি সংক্রান্ত কাজের সময় বেঁধে দেওয়া হয়েছে। ‘‘ত্রুটিবিচ্যুতির উপরে কড়া নজরদারি চলবে। দুর্নীতি প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে,’’ বলেন প্রশাসনের এক কর্তা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন