TMC

তৃণমূল নেতা খুনে গ্রেফতার ২

বুধবার রাতে বহরমপুর থানার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা ইমামুল শেখ রাতে ফোন করে মহলন্দি ২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য রাজাকে জীবন্দি হল্ট স্টেশনে ডেকে খুন করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২০ ০২:৪১
Share:

—প্রতীকী ছবি

বোমা, গুলি ও ধারালো অস্ত্র দিয়ে তৃণমূল নেতা রাজা শেখকে খুনের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের নাম সেলিম শেখ ও ইনতাজুল শেখ। বুধবার রাতে বহরমপুর থানার জীবন্তি হল্ট রেল স্টেশন সংলগ্ন এলাকায় রাজাকে খুন করা হয়। জেলার পুলিশ সুপার কে শবরী রাজকুমার বলেন, “এখনও তিন জন পলাতক। দ্রুত তাদের ধরা হবে।”

Advertisement

বুধবার রাতে বহরমপুর থানার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা ইমামুল শেখ রাতে ফোন করে মহলন্দি ২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য রাজাকে জীবন্দি হল্ট স্টেশনে ডেকে খুন করে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, গত পঞ্চায়েত ভোটের পর থেকে ওই স্টেশন চত্বর নিজের দখলে করে নেন রাজা। এলাকার কোন সমস্যা, সাধারণ মানুষের সুখ - দুঃখের সঙ্গে নিজেকে মিশিয়ে দিয়ে ছিলো রাজা। এলাকার বাসিন্দারা কোন সমস্যা হলে রাজার কাছেই ছুটে যেতেন। ওই সমস্ত দেখে চাপা রাগ হতে থাকে ইমামুলের। অভিযোগ, সম্প্রতি ওই স্টেশন চত্বরে জুয়ো খেলা কেন্দ্র করে ইমামুলের লোকজনের সঙ্গে এলাকায় কয়েক জনের মারপিট হয়। সেখানেই রাজাকে হস্তক্ষেপ করে সমস্যার সমাধান করতে হয়। কিন্তু সরাসরি ইমামুলের সমস্যায় রাজা সমাধান করায় ইমামুল রেগে যায় বলেই তদন্তকারীদের অনুমান। তাই ওই দিন রাতে ফোন করে রাজাকে ডেকে প্রথমে সকেট বোমা মারে, পরে গুলি করার পর ফের মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলেই অভিযোগ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement