Bomb

বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিপত্তি, শমসেরগঞ্জে বিস্ফোরণে জখম এক শিশু

বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের শমসেরগঞ্জ ব্লকের লস্করপুর এলাকায়। আহতকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৩ ২২:৪৬
Share:

—ফাইল চিত্র।

বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে জখম এক শিশু। বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের শমসেরগঞ্জ ব্লকের লস্করপুর এলাকায়। আহতকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ লস্করপুর এলাকার একটি পুকুরপাড়ে খেলা করছিল কয়েক জন শিশু। সেখানে পড়ে থাকা বলের মতো একটি বস্তুতে লাথি মারতে যায় তাদেরই এক জন। সঙ্গে সঙ্গে বিস্ফোরণের কেঁপে ওঠে এলাকা। স্থানীয়েরা শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। আহত শিশুটির ডান হাতের তিনটি আঙুল বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। আহত শিশুটির বাবা মতিউর রহমানের দাবি, ‘‘পুকুরপাড়ে লুকিয়ে রাখা বোমা কোনও ভাবে আমার ছেলে দেখতে পেয়েছিল। সেটাকে বল ভেবে খেলতে গিয়েই বিস্ফোরণ ঘটে।’’

খবর পেয়ে শমসেরগঞ্জ থানার পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। কে বা কারা আমবাগানে বোমা মজুত করেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। বিষয়টি নিয়ে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার ভিজি সতীশ বলেন, ‘‘গোটা ঘটনা তদন্ত করে দেখা হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement