কন্যাকালের সংস্কার তাড়াতে প্যাডম্যান

অরুণাচলম মুরুগানন্থমের জীবন ঘিরে তৈরি হিন্দি ছবি প্যাডম্যানযেন তাঁদের এক দুপুরে শিখিয়ে দিল—  পুরনো সামাজিক বাধা-নিষেধের তোয়াক্কা না করতে। তাই ছবি দেখে বেরিয়ে সদ্য কিশোরী মেয়েগুলিকে বলতেই শোনা গিয়েছে, ‘‘কত ভুল জানতাম বল তো!’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ মার্চ ২০১৮ ০২:১০
Share:

সিমেনা দেখতে। নিজস্ব চিত্র

সিনেমা হলের ঠাণ্ডা ঘরে দল বেঁধে যে ছবিটা দেখতে এসেছিলেন তাঁরা, সে ছবির বিষয়টা নিতান্তই মেয়েলি লজ্জার ঢাকা-চাপা দেওয়ার ব্যাপার বলে এ যাবৎ জেনে এসেছেন তাঁরা।

Advertisement

বয়ঃসন্ধি থেকে শিখে আসা ঋতুকালীন সেই চিরাচরিত লজ্জার আবরণটাই যেন নিতান্তই স্বাবাবিক করে দিল পর্দার ‘প্যাডম্যান’।

অরুণাচলম মুরুগানন্থমের জীবন ঘিরে তৈরি হিন্দি ছবি প্যাডম্যানযেন তাঁদের এক দুপুরে শিখিয়ে দিল— পুরনো সামাজিক বাধা-নিষেধের তোয়াক্কা না করতে। তাই ছবি দেখে বেরিয়ে সদ্য কিশোরী মেয়েগুলিকে বলতেই শোনা গিয়েছে, ‘‘কত ভুল জানতাম বল তো!’’

Advertisement

সস্তার স্যানিটারি ন্যাপকিন তৈরির যন্ত্র তৈরি করে আলোড়ন ফেলে দিয়েছিলেন অরুণাচলম। একটি পুরুষ মানুষ স্যানিটারি ন্যাপকিন তৈরির জন্য এত লড়াই করেছেন—না দেখলে বিশ্বাস করতে পারত না পূর্ব-বর্ধমানের পূর্বস্থলি-১ ব্লকের বিভিন্ন স্কুল থেকে আসা কন্যাশ্রী-র মেয়েদরা। সমাজকল্যাণ দফতর উদ্যোগে বুধবার কৃষ্ণনগরের একটি মাল্টিপ্লেক্সে নিখরচায় তাদের দেখাল ছবিটা। আগামী দিনে নদিয়া এবং মুর্শিদাবাদের মেয়েদেরও এ ছবি দেখানোর ব্যবস্থা করছে জেলা কর্তৃপক্ষ।

বুধবার সকাল সাড়ে ন’টার শো। প্রায় আড়াইশো ছাত্রীর পাশাপাশি সিনেমা দেখেছেন আশাকর্মীরাও। মুর্শিদাবাদের কন্যাশ্রী প্রকল্পের নোডাল অফিসার সায়ক দেব জানিয়েছেন, কিছুদিনের ভিতর মুর্শিদাবাদের কন্যাশ্রীরদের জন্যও এই সিনেমা দেখানোর ব্যবস্থা হবে।

এ দিন শুরুতে একটু জড়তা থাকলেও সিনেমা যত এগিয়েছে তত উপভোগ করেছে মেয়েরা। কখনও পাশে বসা বন্ধুকে বলেছে, ‘‘কাপড়ের থেকে ন্যাপকিনে অনেক পরিচ্ছন্ন থাকা যায়। মা-কে বলবো। ধোওয়া-শুকনোর ঝামেলা অনেক। রোগও ছড়াতে পারে।’’ কেউ আবার মতামত দিয়েছে, ‘‘কোনও মানেই হয় না পিরিয়ড নিয়ে লজ্জা পাওয়ার।’’

এই আড়ষ্টতার দেওয়াল ভেঙে ঋতুকালীন পরিচ্ছন্নতা সম্পর্কে কিশেোরীদের সচেতন করার অন্যতম পথ হিসাবে সমস্ত জেলায় কন্যাশ্রীর মেয়ে, আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের ‘প্যাডম্যান’ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে সমাজকল্যাণ দফতর।

দফতরের মন্ত্রী শশী পাঁজা বলছিলেন, ‘‘সিনেমা প্রচারমাধ্যম হিসাবে খুব শক্তিশালী। ঋতুকালীন সময় কোনও অশুদ্ধ বিষয় নয় বা লুকোনোর বিষয় নয় এটা যেমন প্রচার হওয়া জরুরি, তেমনই স্যানিটারি ন্যাপকিন বিশেষ করে সস্তার ন্যাপকিন সম্পর্কে সকলকে অভহিত করাটা দরকার।’’ দফতরের ধারনা, শুধু মেয়েরা সচেতন হলে হবে না। পুরুষদেরও এগিয়ে আসতে হবে, প্যাডম্যান ছবিতে উঠে এসেছে সে দিকটাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন