Crime

ভর সন্ধেয় গলা কেটে খুন প্রৌঢ়কে

মৃতের ভাই ফজর শেখ বলেন, ‘‘তিন বছর আগে দাদা কংগ্রেসের কর্মী থাকলেও বর্তমানে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২০ ০৭:৪৬
Share:

প্রতীকী ছবি।

ভর সন্ধ্যায় এক প্রৌঢ়কে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বহরমপুরের ভাকুড়ি ১ গ্রাম পঞ্চায়েতের তারাকপুরে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মোজেম শেখ(৫৫)। কেন তাঁকে খুন করা হল, তা নিয়ে এখনও ধন্দ কাটেনি। পুলিশ তদন্ত শুরু করেছে।

Advertisement

মৃতের পরিবারের দাবি, সোমবার সন্ধ্যায় স্থানীয় একটি বাজারে মাং‌স কিনতে গিয়েছিলেন ওই প্রৌঢ়। মাংস কিনে ফেরার পথে কিছু দুষ্কৃতী তাঁকে গলা কেটে খুন করে বলে অভিযোগ। রাস্তা সংলগ্ন একটি ঝোপের ভেতর থেকে তার রক্তমাখা দেহ উদ্ধার করে পুলিশ। তাঁর গলায় আঘাতের চিহ্ন থাকার পাশাপাশি হাতের আঙুল কেটে নেওয়া হয়েছে বলে দাবি।

মৃতের ভাই ফজর শেখ বলেন, ‘‘তিন বছর আগে দাদা কংগ্রেসের কর্মী থাকলেও বর্তমানে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না। কারও সাথে কখনও ঝামেলা হতেও দেখিনি। কী কারণে খুন হল তা বুঝে উঠতে পারছি না। পুলিশ সঠিক তদন্ত করুক।’’

Advertisement

মোজেম যেখানে খুন হয়েছেন,তার থেকে ২০০ মিটার দূরেই দক্ষিনপাড়ায় তাঁর বাড়ি রয়েছে। ঘটনার পরেই গোটা এলাকা কার্যত থমথমে হয়ে যায়। মৃতের স্ত্রী ফুলবানু বিবি বলেন, ‘‘আমার স্বামী দিন মজুরের কাজ করতো। আজ বিকেলে সাইকেল নিয়ে মাংস আনতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে সন্ধ্যার সময় খবর পেলাম আমার স্বামীকে কেউ খুন করে দিয়েছে। দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক।’’

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বহরমপুর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে একটি শাবল, একটি ভোজালি ও একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। পূর্বের কোনও আক্রোশ থেকেই কী খুন, নাকি খুনের পিছনে রয়েছে অন্য কোনো কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সুপার কে শবরী রাজকুমার বলেন, ‘‘ ঘটনার পরেই এলাকায় পুলিশ যায়। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারনে খুন, তা তদন্ত করে দেখা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement