জমি দখল নিয়ে ঝামেলা, জখম

গ্রামের ভেতরে প্রায় ১৫ শতক ফাঁকা জমি রয়েছে। গ্রামের লোকজনের দাবি, সেই জমি খেলার মাঠ। গ্রামের জনাতিনেক বাসিন্দার দাবি, তাঁরা ওই জমির মালিক। আর এই জমির দখলদারিকে কেন্দ্র করে ঝামেলা বাধল। রবিবার সকালে নাকাশিপাড়ার কাঁচকুলি কর্মকারপাড়ার ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কৃষ্ণনগর শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৬ ০০:০৩
Share:

গ্রামের ভেতরে প্রায় ১৫ শতক ফাঁকা জমি রয়েছে। গ্রামের লোকজনের দাবি, সেই জমি খেলার মাঠ। গ্রামের জনাতিনেক বাসিন্দার দাবি, তাঁরা ওই জমির মালিক। আর এই জমির দখলদারিকে কেন্দ্র করে ঝামেলা বাধল। রবিবার সকালে নাকাশিপাড়ার কাঁচকুলি কর্মকারপাড়ার ঘটনা।

Advertisement

এ দিন সকালে কাঁচকুলির কয়েকজন ব্যক্তি জনা কুড়ি শ্রমিক নিয়ে ওই জমি ঘিরতে যায়। বিষয়টি চাউর হতেই গ্রামের লোকজন জমি ঘেরার কাজে বাধা দেন। দু’পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। অভিযোগ, ওই দখলদারেরা গ্রামের লোকজনকে নিশানা করে বোমা ছোড়ে। তাছাড়া রড ও লাঠির আঘাতে তিনজন গ্রামবাসী আহত হয়েছেন। আহতদের ধর্মদা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। ঘটনার পরে নাকাশিপাড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ দিন গ্রামবাসীরা দখলদারদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।

কাঁচকুলির কল্যাণ সঙ্ঘের অন্যতম সদস্য দেবজ্যোতি মুখোপাধ্যায় বলেন, “দীর্ঘদিন ধরে গ্রামের ছেলেরা এখানে খেলাধুলো করে। কিন্তু গ্রামের জনাতিনেক লোকের দাবি, ওই জমি তাদের। এ দিন ওরা ওই জমি দখল করতে আসে। গ্রামের লোকজন বাধা দিতেই ওরা মারধর শুরু করে। এমনকী বোমাবাজিও করে।’’

Advertisement

ওই গ্রামের বাসিন্দা তথা নাকাশিপাড়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ তাহির শেখ জানান, তাঁরা অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার দাবি করছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন