প্রয়াত অশোক

চলে গেলেন সমাজসেবী তথা নদিয়া জেলার প্রবীণ শিক্ষাবিদ অশোক রায় (৮৫)। সোমবার রাতে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নবদ্বীপের মহেশগঞ্জের বাসিন্দা অশোক রায় প্রাক-স্বাধীনতা পর্বে জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত হন। স্বাধীনতার পর নদিয়া জেলার একমাত্র লোকসভা কেন্দ্র নবদ্বীপের প্রথম সাংসদ জাতীয় কংগ্রেসের ইলা পাল চৌধুরীর অনুগামী অশোকবাবু পরে প্রত্যক্ষ রাজনীতি থেকে স্বেচ্ছায় নিজেকে সরিয়ে নিয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নবদ্বীপ শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৫ ০২:০৮
Share:

চলে গেলেন সমাজসেবী তথা নদিয়া জেলার প্রবীণ শিক্ষাবিদ অশোক রায় (৮৫)। সোমবার রাতে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নবদ্বীপের মহেশগঞ্জের বাসিন্দা অশোক রায় প্রাক-স্বাধীনতা পর্বে জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত হন। স্বাধীনতার পর নদিয়া জেলার একমাত্র লোকসভা কেন্দ্র নবদ্বীপের প্রথম সাংসদ জাতীয় কংগ্রেসের ইলা পাল চৌধুরীর অনুগামী অশোকবাবু পরে প্রত্যক্ষ রাজনীতি থেকে স্বেচ্ছায় নিজেকে সরিয়ে নিয়েছিলেন। গঙ্গার পূর্বপাড়ের প্রত্যন্ত গ্রামের ছোটদের লেখাপড়ায় ব্যক্তিগত ভাবে তাঁর উদ্যোগের কথা লোকের মুখে মুখে ফেরে। প্রচারবিমুখ অশোক রায় বহু সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। মঙ্গলবার তাঁর শেষকৃত্যে উপস্থিত ছিলেন নবদ্বীপের পুরপ্রধানসহ বহু বিশিষ্ট ব্যক্তি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন