Accidental Deaths in Murshidabad

ট্রেকার উল্টে মৃত ৫, আহত ১০, আশঙ্কাজনক ৩ যাত্রী! বীরভূম থেকে মুর্শিদাবাদ যাওয়ার পথে দুর্ঘটনা

রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ মুর্শিদাবাদের গোকর্ণ পাওয়ার হাউস মোড় সংলগ্ন এলাকায় একটি ট্রেকার উল্টে যায়। ভাড়াগাড়িটিতে ছিলেন ২০ জন যাত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ১৩:৪৫
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ডাম্পারের ধাক্কায় ট্রেকার উল্টে প্রাণ গেল পাঁচ যাত্রীর। আহত হলেন অন্তত ১০ জন। তাঁদের মধ্যে তিন জনের শারীরিক পরিস্থিতি শঙ্কাজনক। রবিবার সকালে ওই পথদুর্ঘটনাটি হয়েছে কান্দি-বহরমপুর রাজ্য সড়কে গোকর্ণ পাওয়ার হাউস মোড় সংলগ্ন এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, রবিবার বেলা সকাল ১১টা নাগাদ মুর্শিদাবাদের গোকর্ণ পাওয়ার হাউস মোড় সংলগ্ন এলাকায় একটি ট্রেকার উল্টে যায়। ভাড়াগাড়িটিতে ছিলেন ২০ জন যাত্রী। প্রত্যেকেই অল্পবিস্তর জখম হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে পাঁচ জনের মৃত্যু হয়। জানা গিয়েছে, ওই ২০ জন বীরভূমের বেলে এলাকা থেকে মুর্শিদাবাদ যাচ্ছিলেন। যাত্রিবাহী ট্রেকারটির সঙ্গে একটি ডাম্পারের সংঘর্ষে উল্টে যায় ট্রেকারটি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মৃত পাঁচ জনের মধ্যে ট্রেকারের চালকও রয়েছেন। এ ছাড়া মৃতদের মধ্যে তিন জন মহিলা। বাকিদের উদ্ধার করে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কয়েক জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেন চিকিৎসকেরা। তবে আরও তিন জনের অবস্থা শঙ্কাজনক হওয়ায় তাঁদের ভর্তি করিয়ে নেওয়া হয় হাসপাতালে।

Advertisement

ওই দুর্ঘটনার জেরে বেশ কিছু ক্ষণ যান চলাচল ব্যাহত হয় রাজ্য সড়কে। যানজটও হয় এলাকায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আপাতত রাজ্য সড়কে পরিবহণ স্বাভাবিক। এক প্রত্যক্ষদর্শীর কথায়, “ওঁরা পুণ্যস্নান করে বাড়ি ফিরছিলেন। ট্রেকারে করে বহরমপুরের দিকে যাচ্ছিলেন। কিন্তু আচমকা একটি ডাম্পারের সঙ্গে ট্রেকারটির সংঘর্ষ হয়। ট্রেকারটি পুরো উল্টে গিয়েছিল। আমার চোখের সামনেই কয়েক জন মারা গেল! এখনও দৃশ্যটা ভুলতে পারছি না।’’পুলিশ সূত্রে খবর, মৃত এবং আহতদের নাম-ঠিকানা জোগাড় করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে মৃত এবং জখমদের কয়েক জনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে। তাঁরা হাসপাতালে যাচ্ছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement