তৃণমূলের অফিস ভাঙচুর

রাতের অন্ধকারে তৃণমূলের অফিস ভাঙচুরের অভিযোগ উঠল বাম-কংগ্রেসের জোটের বিরুদ্ধে। শনিবার রাতে কৃষ্ণনগর শহর লাগোয়া সুকান্তপল্লির ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কৃষ্ণনগর শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৬ ০০:৫৪
Share:

রাতের অন্ধকারে তৃণমূলের অফিস ভাঙচুরের অভিযোগ উঠল বাম-কংগ্রেসের জোটের বিরুদ্ধে।

Advertisement

শনিবার রাতে কৃষ্ণনগর শহর লাগোয়া সুকান্তপল্লির ঘটনা। রবিবার সকালে স্থানীয় পোড়াগাছা গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূলের উত্তর কুমার রায় অজ্ঞাতপরিচয় লোকজনের বিরুদ্ধে তাঁদের দলীয় অফিস ভাঙচুরের অভিযোগ দায়ের করেছেন। উত্তমবাবু বলেন, “শনিবার গভীর রাতে দূষ্কৃতীরা তালা ভেঙে আমাদের দলীয় অফিসে ঢুকে পড়ে। এর এর পরে অফিসের আসবাবপত্র ভাঙচুর করে। কাগজপত্র দলীয় পতাকা অফিসে ঘরের ভেতরের ছড়িয়ে দেয়। আমাদের ধারণা বাম-কংগ্রেস জোটের লোকজন এই কাজ করেছে।” পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। ভীমপুর থানার পুলিশ জানিয়েছে ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের বাম-কংগ্রেস জোট প্রার্থী তথা জেলা কংগ্রেস সভাপতি অসীম সাহা বলেন, “ভোটের আগের দিন ওই এলাকায় তৃণমূল আমাদের কর্মীদের ওপর হামলা চালায়। এ বার তাঁরা পাল্টা অভিযোগ জানাতে নাটক সাজিয়েছে। নিজেরাই নিজেদের অফিস ভেঙে আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন