Bangladeshi Arrest

বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বাংলায়, মুর্শিদাবাদে গ্রেফতার চার বাংলাদেশি! পাকড়াও ভারতীয় দালাল

পুলিশের দাবি, অনুপ্রবেশকারীরা জেরায় জানিয়েছেন, ভারতীয় দালালের সাহায্যে তাঁরা বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ১৭:১১
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

বাংলাদেশ থেকে মুর্শিদাবাদে অনুপ্রবেশ। এই অভিযোগে চার বাংলাদেশি এবং এক ভারতীয় দালালকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে বাংলাদেশের এক মহিলাও আছেন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয় মুর্শিদাবাদের রানিনগরের হারুডাঙা গ্রামের কালীমন্দির এলাকায়। সেখান থেকে চার জনকে গ্রেফতার করা হয়। ধৃত তিন বাংলাদেশির নাম জামশেদ আলি, মহম্মদ বাবু এবং আকমল হোসেন। প্রত্যেকের বয়স ২৬ থেকে ২৭ বছরের মধ্যে। এঁদের মধ্যে জামশেদের বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার ধুলাউড়ি গ্রামে। অন্য দু’জনের বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের নাজিপুরে। ধৃত বাংলাদেশি মহিলার নাম প্রকাশ্যে আনেনি পুলিশ। ধৃত ভারতীয় দালালের নাম সরিফুল ইসলাম শেখ। তিনি রানিনগরের শিবনগরের বাসিন্দা।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, চোরাপথে দালালের সাহায্যে ওই বাংলাদেশিরা ভারতে প্রবেশ করেন। পুলিশের দাবি, অনুপ্রবেশকারীরা জেরায় জানিয়েছেন, ভারতীয় দালালের সাহায্যে তাঁরা বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিলেন। শিবনগরের সরিফুল ইসলামের সহায়তায় কাজের খোঁজ করছিলেন বাংলায়। তাঁদের সঙ্গে আরও কেউ এ রাজ্যে অনুপ্রবেশ করেছেন কি না, তদন্ত করে দেখছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement