Shantipur bypoll: অনুব্রত ‘রাজনৈতিক জোকার’, কটাক্ষ

বিজেপি সূত্রে খবর, শান্তিপুর পাবলিক লাইব্রেরি থেকে শুরু করে বাইগাছি মোড়, থানার মোড়, মোতিগঞ্জ মোড় হয়ে র‌্যালি ডাকঘরে মোড়ে এসে শেষ হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শান্তিপুর শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ০৬:৩৩
Share:

শান্তিপুরে প্রচারে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র।

তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের সঙ্গে রাজ্য বিজেপি নেতাদের মন্তব্যের লড়াই থামার লক্ষণ দেখা যাচ্ছে না।

Advertisement

দিন কয়েক আগেই অনুব্রত মণ্ডল রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ ও বর্তমান সভাপতি সুকান্ত মজুমদারকে কটাক্ষ করে বলেছিলেন, ‘‘ভেড়া ছিল। সেটা গিয়ে এখন ছাগল এসেছে।’’

শনিবার শান্তিপুরে বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে এসে সুকান্ত মজুমদার সেই প্রসঙ্গ টেনে পাল্টা বলেন, ‘‘পশ্চিমবঙ্গের রাজনীতিতে অনুব্রত মণ্ডলের জায়গা রাজনৈতিক জোকারের থেকে বেশি কিছু না। তাই তাঁর মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি রাজ্য সভাপতির কিছু বলা সাজে না।’’

Advertisement

শনিবার শান্তিপুরে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে সুকান্ত মজুমদারের সঙ্গেই এসেছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি তথা দলের বর্তমান কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। এ দিন একটি র‌্যালি ও একটি পথসভা করেন তাঁরা।

বিজেপি সূত্রে খবর, শান্তিপুর পাবলিক লাইব্রেরি থেকে শুরু করে বাইগাছি মোড়, থানার মোড়, মোতিগঞ্জ মোড় হয়ে র‌্যালি ডাকঘরে মোড়ে এসে শেষ হয়। সুকান্ত মজুমদার এ দিন বলেন, ‘‘এখানে আগের লোকসভা এবং বিধানসভায় জিতেছি। এ বার তৃতীয় বার জিতে হ্যাটট্রিক করব।’’

শুক্রবার কাটোয়ায় বিজেপির দফতরে বিক্ষোভ এবং ঝামেলা হয়েছে। তবে গোষ্ঠী কোন্দলের প্রসঙ্গ উড়িয়ে এ দিন সুকান্ত মজুমদার বলেন, ‘‘কোনও গোষ্ঠী কোন্দলই নেই। এক দল লোক যারা সংগঠনের নিয়মকানুন জানে না, তারা এসেছিল। তারা পরে তাদের ভুল বুঝতে পেরেছে।’’

বাবুল সুপ্রিয় বিজেপিকে কাঁকড়ার দল বলেছেন। এ ব্যাপারে দিলীপ ঘোষ এ দিন মন্তব্য করেন, ‘‘উনি কি ব্যাঙ ছিলেন? কে কাঁকড়া, কে ব্যাঙ বোঝাই যাচ্ছে। কেউ মহাসাগর থেকে যদি ডোবাতে লাফ মারে তার কথার কী উত্তর হয়?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন