নদিয়ায় অঙ্গনওয়াড়ি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
শোয়ার ঘর থেকে অঙ্গনওয়াড়ি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার করল পুলিশ। মহিলা বাড়িতে একাই ছিলেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। শুক্রবার সকালে সহকর্মীরা বাড়ির সামনে গিয়ে তাঁকে ডাকাডাকি করেন। সাড়া না মেলায় খবর দেওয়া হয় পুলিশকে। তারা এসে মহিলার দেহ উদ্ধার করে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, মহিলাকে খুন করা হয়েছে। অন্য সম্ভাবনাগুলিও খতিয়ে দেখছে পুলিশ।
নদিয়ার চাপড়া থানা এলাকার ঘটনা। নিহতের স্বামী স্থানীয় পেট্রল পাম্পে কাজ করেন। বৃহস্পতিবার ছিলেন রাতের ডিউটিতে। ফলে রাতে বাড়িতে একাই ছিলেন ওই মহিলা। সকালে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তাঁকে দেখতে না পেয়ে চিন্তিত হয়ে পড়েন সহকর্মীরা। তাঁরা মহিলার বাড়িতে তাঁকে খুঁজতে যান। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। অনেক ডাকাডাকির পরেও সাড়া মেলেনি বলে দাবি স্থানীয়দের। তার পরেই খবর দেওয়া হয় পুলিশকে।
দরজা ভেঙে মহিলাকে উদ্ধার করে চাপড়া থানার পুলিশ। চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, মহিলার দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। কী ভাবে এই মৃত্যু, এখনও স্পষ্ট নয়। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার পর এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘‘খুনের কথা শুনে আমরা এসে দেখলাম, বাড়ির সামনে অনেক পুলিশ। দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।’’ ঘটনার তদন্ত শুরু হয়েছে।