Murshidabad

স্ত্রীর ‘বিবাহবহির্ভূত সম্পর্ক’ নিয়ে ঝামেলার জের! উদ্ধার স্বামীর ঝুলন্ত দেহ

পরিবারের দাবি, স্ত্রীর ‘বিবাহবহির্ভূত সম্পর্ক’-এর কথা জানতে পেরে দীর্ঘ দিন ধরেই মানসিক অবসাদ ভুগছিলেন আনিকুল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:০৬
Share:

প্রতীকী ছবি।

স্ত্রীর ‘বিবাহবহির্ভূত সম্পর্ক’ নিয়ে বাড়িতে দাম্পত্যকলহ চলছিলই। তার মধ্যেই উদ্ধার হল স্বামীর ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার সকালে পরিবারের লোকেরাই যুবকের দেহ উদ্ধার করেন। মুর্শিদাবাদের সুতি থানার শঙ্করপুর ভিডিয়োতলা এলাকায়। মৃতের নাম আনিকুল মোমিন (৩৫)। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার ভোলানাথ পাণ্ডে বলেন, ‘‘অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।’’

Advertisement

পরিবারের দাবি, স্ত্রীর ‘বিবাহবহির্ভূত সম্পর্ক’-এর কথা জানতে পেরে দীর্ঘ দিন ধরেই মানসিক অবসাদ ভুগছিলেন আনিকুল। তা নিয়ে বেশ কয়েক বার বাড়িতে ঝামেলাও হয়েছে। সেই কারণেই ভাই আত্মহত্যা করেছেন বলে দাবি করেন আনিকুলের দাদা রফিকুল। তিনি বলেন, ‘‘স্ত্রীর সঙ্গে অন্য পুরু‌ষের সম্পর্কের কথা জানতে পেরে মানসিক ভাবে ভেঙে পড়েছিল ভাই।’’

ঝুলন্ত দেহ উদ্ধারের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে আসে। মৃতের দেহ জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement