টুকরো খবর

এক যুবককে খুন করার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সাধন ঘোষ (২০)। রবিবার রাতে নদিয়ার তাহেরপুর থানার বাদকুল্লার ওই ঘটনায় অভিযুক্ত প্রতাপ ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন রাত ৮টা নাগাদ বাদকুল্লা সুরুভি স্থানে একটি সাইকেল গ্যারেজের মালিক প্রতাপ ঘোষের পেশায় দিনমজুর সাধনের সঙ্গে মারামারি বাধে।

Advertisement
শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৪ ০১:৩৯
Share:

তাহেরপুরে যুবক খুন

Advertisement

এক যুবককে খুন করার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সাধন ঘোষ (২০)। রবিবার রাতে নদিয়ার তাহেরপুর থানার বাদকুল্লার ওই ঘটনায় অভিযুক্ত প্রতাপ ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন রাত ৮টা নাগাদ বাদকুল্লা সুরুভি স্থানে একটি সাইকেল গ্যারেজের মালিক প্রতাপ ঘোষের পেশায় দিনমজুর সাধনের সঙ্গে মারামারি বাধে। সেই সময় হঠাৎই মাটিতে লুটিয়ে পড়ে সাধন। তাঁকে স্থানীয় একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের মাসতুতো দাদা বিশ্বজিৎ সরকার বলেন, “আমার মনে হয় পুরনো কোনও ঘটনার জেরে সাধনকে খুন করেছে প্রতাপ। আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি।” ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

নাবালিকাকে ধর্ষণ, ধৃত

মানসিক ভারসাম্যহীন এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে পুলিশ সোমবার এক যুবককে গ্রেফতার করেছে। ধৃত মেহেবুব শেখ ফরাক্কা এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, রবিবার সন্ধ্যায় ওই কিশোরী বাড়ির বাইরে যায়। তখনই ওই যুবক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ওই কিশোরীর চিৎকারে তার এক আত্মীয়া ছুটে এলে ওই যুবক পালিয়ে যায়। সোমবার সকালে ওই কিশোরীর পরিবারের লোকজন থানায় অভিযোগ জানালে মেহেবুবকে গ্রেফতার করে পুলিশ।

বোমা-সহ গ্রেফতার

তাজা বোমা-সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে বড়ঞা থানা এলাকার কুনিয়া গ্রাম থেকে ওই যুবকেক ধরা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রেজাউল শেখ। গ্রামের দক্ষিণ মাঠে একটি পুকুরের ধারে বোমা বাঁধার কাজ হচ্ছে খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ১২টি তাজা বোমা-সহ প্রায় ৪ কিলোগ্রাম বোমা তৈরির মশলা উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

অভিযুক্ত শিক্ষক

শিক্ষক স্বামীকে ব্ল্যালমেল করছিলেন স্কলেরই একক সহ-শিক্ষক। এমনই অভিযোগ তুলে সোমবার ওই স্কুলে প্রতিবাদ জানাতে গিয়েছিলেন স্ত্রী। অভিযোগ, ওই সহ-শিক্ষক মারধর করেছেন ওই মহিলাকে। ঘটনার পরে ওই মহিলা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, মহিলা ঘটিত একটি বিষয়ে ওই মহিলার স্বামীকে ব্ল্যাকমেল করা হচ্ছিল বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

দুর্ঘটনায় মৃত্যু

নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর

লরি চাপা পড়ে মৃত্যু হল এক সাইকেল আরোহীর। পুলিশ জানিয়েছে মৃতের নাম কৃষ্ণ বিশ্বাস (৩৫)। বাড়ি কোতয়ালি থানার নৃসিংহ দেবতা গ্রামে। মঙ্গলবার দুপুরে কৃষ্ণনগরে আসার সময় পিছন থেকে একটি লরি তাঁকে ধাক্কা মারে। ঘটনা স্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা প্রায় দু’ঘণ্টা ধরে কৃষ্ণনগর নবদ্বীপ রাজ্য সড়ক অবরোধ করেন। এ দিনই দুর্ঘটনায় মৃত্যু হয় শান্তিপুরের প্রলয় রায়ের (২৫)। ফুলিয়ার কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর একটি মালবাহী ছোটগাড়ির সঙ্গে মোটরবাইক আরোহী ওই যুবকের মুখোমুখি সংঘর্ষ হয়। মারাত্মক জখম অবস্থায় রানাঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন