সাফল্য পেতে রানাঘাট কলেজে পড়ুয়াদের ভিড়
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট
কলেজ ক্যাম্পাস থেকে কর্মজীবনে পদক্ষেপের সুযোগ। ‘জিলেট গার্ড সাফল্য হাতের মুঠোয়’ কর্মসূচিতে যোগ দিতে নদিয়ার রানাঘাট কলেজের অডিটোরিয়ামের সামনে বৃহস্পতিবার উপচে পড়ছিল ভিড়। আনন্দবাজার পত্রিকার সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় কর্মজগতে প্রবেশের খুঁটিনাটি উপায় শেখানো হয়। ইন্টারভিউ দিতে যাওয়ার আগে কী কী প্রস্তুতি নেওয়া উচিত, কী ভাবে কথা বলতে হয়, এমনকী ইন্টারভিউ দেওয়ার সময় বসার ভঙ্গিমা কেমন হবে তা নিয়েও প্রশিক্ষণ দেওয়া হয় এ দিনের কর্মশালায়। কলেজের অধ্যক্ষ অরূপরতন মাইতি বলেন, “নোটিস টাঙিয়ে কলেজ পড়ুয়াদের উপস্থিত থাকার জন্য বলেছিলাম মূল্যবান এই অভিজ্ঞতার শরিক হতে। পড়ুয়ারা সত্যিই উপকৃত হল।” কর্মশালায় যোগ দিয়েছিলেন সকলেই। কিন্তু লিখিত পরীক্ষায় শুধুমাত্র তৃতীয় বর্ষের পড়ুয়ারা অংশ নিতে পেরেছিলেন। লিখিত পরীক্ষায় ৫২ জন পড়ুয়ার মধ্যে ১০ জনকে বেছে নেওয়া হয়। পরে দলগত আলোচনা থেকে এক জনকে বেছে নেওয়া হয়। কলেজ পড়ুয়া সোমনাথ দত্ত, সুকান্ত বিশ্বাস, সুমন হাজরা বলেন, “অনেক কিছুই আমাদের অজানা ছিল যা, আজ জানতে পেরেছি। এই কর্মসূচিতে সকলে হয়তো কাজের সুযোগ পাবে না। কিন্তু, যে শিক্ষা পেলাম, তা আগামী দিনে আমাদের খুবই কাজে লাগবে।”
ট্যাঙ্কার উল্টে বিপত্তি, জাতীয় সড়ক অবরুদ্ধ
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা
গ্যাস ট্যাঙ্কার উল্টে বিপত্তি বেলডাঙায়। বৃহস্পতিবার সকাল ৬ টা নাগাদ ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর উল্টে যায় ট্যাঙ্কারটি। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সরবরাহ। রাত পর্যন্ত ওই রাস্তায় যান চলাচল বন্ধ ছিল। জানা গিয়েছে হলদিয়া থেকে তরল দাহ্য নিয়ে ট্যাঙ্কারটি অসম যাচ্ছিল। এ দিন সকাল ৬ টা নাগাদ বেলডাঙা ১ ব্লক অফিসের কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাঁ দিকে গড়িয়ে যায়। সেখানে চার মহিলাকে বাঁচিয়ে ফের সড়কের উপর গাড়ি উঠতে গিয়ে উল্টে যায় ট্যাঙ্কারটি। ছড়িয়ে পড়তে থাকে দাহ্য গ্যাস। পুলিশ গিয়ে এলাকা খালি করে দেওয়ার ঘোষণা করে। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। এ দিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যানজট। সদর মহকুমাশাসক সুপ্রিয় দাস বলেন, ‘‘কল্যাণী ও দুর্গাপুর থেকে বিশেষজ্ঞ এলে সন্ধ্যা নাগাদ ওই ট্যাঙ্কার সম্পূর্ণ খালি করে ফেলা সম্ভব হবে। তার পরই জাতীয় সড়ক যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।” রাত পর্যন্ত তা আর সম্ভব হয়নি।
খেলাধুলায় মেতেছে করিমপুর
নিজস্ব সংবাদদাতা • করিমপুর
ফুটবল মুহূর্ত। কল্লোল প্রামাণিকের ছবি।
নদিয়া নেহরু যুবকেন্দ্রের পরিচালনায় ও করিমপুর জামতলা নবারুণ সঙ্ঘের সহযোগিতায় বৃহস্পতিবার করিমপুর রেগুলেটেড মার্কেটের মাঠে হল দৌড়, ভলিবল ও ফুটবল প্রতিযোগিতা। এলাকার বিভিন্ন ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন মহিলা ও পুরুষ বিভাগে। পুরুষ বিভাগে ১০০ মিটার, ২০০ মিটার ও ৫০০ মিটার দৌড়ের পাশাপাশি মহিলা বিভাগে ছিল ১০০ ও ২০০ মিটার দৌড় প্রতিযোগিতা। ভলিবলে মোট চারটি দল যোগ দেয়। শেষ পর্যন্ত করিমপুর গেট-টুগেদার ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মালিয়ানতলা পল্লিমঙ্গল ক্লাব। দুপুরের পর শুরু হয় ফুটবল প্রতিযোগিতা। জেলার ছ’টি দলকে নিয়ে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কৃষ্ণনগর স্পোর্টিং ক্লাব। তাদের হাতে তুলে দেওয়া হয় বদরুউদ্দিন মণ্ডল স্মৃতি চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ পাঁচ হাজার টাকা। অন্যদিকে রানার্স কেচুয়াডাঙ্গা ক্লাবকে দেওয়া হয় সুশীল চৌধুরী স্মৃতি রানার্স ট্রফি ও নগদ চার হাজার টাকা পুরস্কার। পাশাপাশি সেরা গোলরক্ষক এবং সেরা ডিফেন্ডারের পুরস্কার হিসেবে মুকুল শেখ ও বিকাশ মণ্ডলকে রুপোর লকেট দেওয়া হয়।
কানপুরে মৃত রাজ্যের চালক
দুর্ঘটনায় মৃত্যু হল এক বাস চালকের। মৃতের নাম উসমান শেখ (৩৫)। তাঁর বাড়ি তেহট্ট থানার বিনোদনগরে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, দিন পনেরো আগে চাকদহ থেকে একটি বাস উত্তর ভারত ভ্রমণে গিয়েছিল। সেই বাসের চালক ছিলেন উসমান। মঙ্গলবার রাতে উত্তর প্রদেশের কানপুরের কাছে বাসটি দুর্ঘটনায় পড়লে চালকের মৃত্যু হয়। বুধবার দুপুরে মৃত্যু সংবাদ এসে পৌঁছয় বিনোদনগরের বাড়িতে। তেহট্ট থানার আইসি-র সহায়তায় বুধবার রাতেই তাঁর পরিবার কানপুর রওনা দেন।
যুবকের মৃত্যু
ট্রাক্টর চাপা পড়ে মৃত্যু হল এক যুবকের। নাম বিশ্বজিৎ বৈরাগ্য(১৯)। বাড়ি শান্তিপুরের সূত্রাগড় এলাকায়। বৃহস্পতিবার সকালে শান্তিপুরের গুপ্তিপাড়া ঘাটের কাছে রাস্তায় একটা ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে পথ চলতি ওই যুবককে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপরই এলাকার মানুষ উত্তেজিত হয়ে ট্রাক্টর চালককে মারধর করেন। পুলিশ তাঁকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করায়।
ধর্ষণ, ধৃত
নাবালিকাকে ধর্ষণের অভিযোগ গ্রেফতার হল এক ব্যাক্তি। বাবলু শেখ নামে বছর বিয়াল্লিশের ওই ব্যাক্তির বাড়ি রানিনগর থানা এলাকার খাসতালুক গ্রামে। ডোমকলের এসডিপিও অরিজিৎ সিংহ বলেন, ‘‘মাস খানেক আগে ওই ধর্ষণের ঘটনাটি ঘটে বলে লিখিত অভিযোগে জানিয়েছে ওই নাবালিকার মা। তাঁর অভিযোগের ভিত্তিতে এদিন ওই ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে।’’ দেরিতে অভিযোগের বিষয়ে নাবালিকার মায়ের দাবি, ‘‘মেয়ে লজ্জায় বিষয়টি গোপন রাখায় আমরা প্রথমে জানতে পারিনি। দিন কয়েক আগে বুঝতে পেরে এদিন অভিযোগ করেছি।’’
অস্ত্র-সহ ধৃত
বেআইনি অস্ত্র-সহ এক ব্যাক্তিকে গ্রেফতার করলো তেহট্ট থানার পুলিশ। ধৃতের নাম আলম দফাদার। তাঁর বাড়ি স্থানীয় নওদা পাড়ায়। বুধবার রাতে ইসলামপুরের মাঠে আলমকে ঘুরতে দেখে টহলদারি পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হলে অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করেন তিনি। তাঁর দেহ তল্লাশি করে একটি দেশি রিভলবার পাওয়া যায়।
জাল নোট-সহ ধৃত
৪ লক্ষ টাকার জাল নোট-সহ আসিরুল শেখ নামে এক যুবককে বৃহস্পতিবার বিকেলে নিউ ফরাক্কার স্টেশন থেকে গ্রেফতার করে সিআইডি-র বিশেষ দল। যুবকের বাড়ি মালদহের কালিয়াচকে।
‘জিলেট গার্ড সাফল্য হাতের মুঠোয়’ কর্মসূচি
—নিজস্ব চিত্র।
আনন্দবাজার পত্রিকার সহযোগিতায় বৃহস্পতিবার বহরমপুর কৃষ্ণনাথ কলেজে হয়ে গেল ‘জিলেট গার্ড সাফল্য হাতের মুঠোয়’ কর্মসূচি। প্রায় ১৫০ পড়ুয়া এই কর্মশালায় অংশ নেন। চূড়ান্ত পর্যায়ে গ্রুপ ডিসকাশনে একজনকে বেছে নেওয়া হয়েছে। জেলার সাতটি কলেজ চলবে এই কর্মসূচি। আগ্রহী যুবক যুবতীদের জন্য ১৬ নভেম্বর বহরমপুর ঋত্বিক সদনেও আয়োজন করা হবে এই কর্মসূচির।