নজরদারি বাড়াতে ক্যামেরা

শক্তিনগর জেলা হাসপাতালে নজরদারি চালাতে আরও ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিল নদিয়া জেলা স্বাস্থ্য বিভাগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কৃষ্ণনগর শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৭ ০০:৫১
Share:

শক্তিনগর জেলা হাসপাতালে নজরদারি চালাতে আরও ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিল নদিয়া জেলা স্বাস্থ্য বিভাগ।

Advertisement

জেলা হাসপাতালের দু’টি ক্যাম্পাসে মোট ১০০টি সিসি ক্যামেরা লাগানো হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগ থেকে পূর্ত দফতরকে খরচের হিসেব জানাতে বলা হয়েছে। প্রাথমিক ভাবে ৩২টি সিসি ক্যামেরা বসানোর অনুমোদনও মিলে গিয়েছে।
নদিয়ার মুখ্যস্বাস্থ্য আধিকারিক তাপস রায় বলেন, “আগামী এক মাসের মধ্যেই আশা করছি সব কাজ শেষ হয়ে যাবে।”

সম্প্রতি কলকাতা মেডিক্যাল কলেজ থেকে শিশু চুরি রাজ্য জুড়ে ব্যাপক হইচই হয়। তেব সিসি ক্যামেরার নজরদারি থাকায় কয়েক ঘণ্টার মধ্যে ঘটনার কিনারা হয়। তার পরেই রাজ্য স্বাস্থ্য দফতর থেকে সমস্ত বড় হাসপাতালে সিসি ক্যামেরা বসাতে হবে। এমনকী বেসরকারি হাসপাতাল-নার্সিংহোমেও সিসি ক্যামেরা বসানো বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য দফতর।

Advertisement

সদর হাসপাতাল এবং শক্তিনগর জেলা হাসপাতালে দশটি সিসি ক্যামেরা রয়েছে। সেগুলি মূলত হাসপাতালের মূল গেট, মূল বিল্ডিংয়ে বসানো রয়েছে। কিন্তু বাকি অংশে ঠিক মতো নজরদারি করা সম্ভব হচ্ছিল না কিছুতেই। নতুন সিসি ক্যামেরা বসলে সেই ঘাটতি
মেটানো যাবে বলেই মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন