বুথে এ বার সিসিটিভি

ভোটপর্ব নির্বিঘ্ন করতে এমনিতেই জেলার সব বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবে নির্বাচন কমিশন। এ বার কড়া নজরদারি চালাতে জেলার ৪৫ শতাংশ বুথে সিসিটিভি, ওয়েবকাস্টিং, ভিডিওগ্রাফি, ডিজিটাল ক্যামেরা, মাইক্রো অবজারভারের ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। বুথগুলি ইতিমধ্যে চিহ্নিত করেছে জেলা প্রশাসন। নদিয়া জেলা প্রশাসনের এক আধিকারিক সে কথা জানান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৬ ০২:৪০
Share:

ভোটপর্ব নির্বিঘ্ন করতে এমনিতেই জেলার সব বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবে নির্বাচন কমিশন। এ বার কড়া নজরদারি চালাতে জেলার ৪৫ শতাংশ বুথে সিসিটিভি, ওয়েবকাস্টিং, ভিডিওগ্রাফি, ডিজিটাল ক্যামেরা, মাইক্রো অবজারভারের ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। বুথগুলি ইতিমধ্যে চিহ্নিত করেছে জেলা প্রশাসন। নদিয়া জেলা প্রশাসনের এক আধিকারিক সে কথা জানান।

Advertisement

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার ৪৫৩২টি বুথের মধ্যে ৮৯১টি অতি স্পর্শকাতর এবং ৯৮২টি স্পর্শকাতর বুথ চিহ্নিত করা হয়েছে। সেগুলি-সহ মোট ২০২০টি বুথের কোথাও ভিডিওগ্রাফি, কোথাও বা সিসিটিভি লাগানো হচ্ছে। ওয়েবকাস্টিং করা হবে ১০০টি বুথে। এর ফলে ভোটগ্রহণ প্রক্রিয়া ইন্টারনেটের মাধ্যমে সরাসরি দেখতে পাবে নির্বাচন কমিশন। তা ছাড়াও ৫৮০টি বুথে সিসিটিভির লাগানো হচ্ছে। ১৫০টি বুথের ভোটগ্রহণ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে। ৫৮০টি বুথে ডিজিটাল ক্যামেরা মাধ্যমে ভোট প্রক্রিয়া ছবি করা হবে। তা ছাড়াও ৬১০টি বুথের ভোট প্রক্রিয়ার নজরদারির জন্য মাইক্রো অবজারভার থাকবেন। জেলার তেহট্ট, কৃষ্ণনগর (উত্তর), কৃষ্ণনগর (দক্ষিণ), শান্তিপুর, কৃষ্ণগঞ্জ ও কল্যাণী বিধানসভা এলাকায় নির্বাচন কমিশনের ৬টি গাড়ি লাইভ কভারেজের জন্য ঘুরবে। ওই সব গাড়িগুলি বুথে বুথে ঘুরে ভিডিওগ্রাফি করবে। যা সরাসরি ইন্টারনেটের মাধ্যমে নির্বাচন কমিশন দেখতে পাবে বলে জেলা প্রশাসনের এক আধিকারিক জানান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement