Honey trap

দেহব্যবসা বাড়ি ভাড়া নিয়ে! বহরমপুরে গ্রেফতার যুবক-যুবতী, এলাকায় জানাজানি হতেই বিক্ষোভ

বাড়ি ভাড়া নিয়ে দেহ ব্যবসা চলছিল অনেক দিন ধরে! এই অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ মুর্শিদাবাদের বহরমপুরের রাধারঘাট ১ পঞ্চায়েতের উত্তরপাড়া মোড়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৫
Share:

—প্রতীকী চিত্র।

বাড়ি ভাড়া নিয়ে দেহব্যবসা চলছিল অনেক দিন ধরে! এই অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ মুর্শিদাবাদের বহরমপুরের রাধারঘাট ১ পঞ্চায়েতের উত্তরপাড়া মোড়ে। এলাকায় জানাজানি হতেই ক্ষোভ উগরে দিলেন স্থানীয়েরা। বাড়ি থেকে এক যুবক ও যুবতীকে বার করে এনে পুলিশের হাতেও তুলে দেওয়া হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, রবিবার বহরমপুরে একটি বাড়ি ভাড়া নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়েরা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে সেই বাড়ি থেকে ওই যুগলকে বার করে এনে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অভিযোগ, অন্য জায়গা থেকে এসে পরিচয় গোপন করে কয়েক ঘণ্টার জন্য ঘর ভাড়া নিয়েছিলেন তাঁরা। তা জানাজানি হতেই বাড়ি ঘিরে স্থানীয়েরা বিক্ষোভ দেখান। পুলিশ সূত্রে খবর, দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় দিনই বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা এসে ওই বাড়িতে ঢোকেন। সেখানে অনেক দিন ধরেই মধুচক্র চলছে। রবিবার দু’জনকে ওই বাড়িতে ঢুকতে দেখেই বিক্ষোভ দেখান স্থানীয়েরা। এলাকার এক বাসিন্দা বলেন, ‘‘আগে এক মহিলাকে রেখে দেহব্যবসা চালানো হত। আমরা আপত্তি করায় তা বন্ধ হয়েছে। কিন্তু এখন লাগাতার ঘরভাড়া দেওয়া হয়। বাইরে থেকে ছেলেমেয়েরা এসে ফুর্তি করে। এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। পুলিশ অবিলম্বে ব্যবস্থা নিক।’’

Advertisement

বহরমপুর থানার এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘এলাকার বাসিন্দাদের অভিযোগ আমরা শুনেছি। ওই বাড়িতে ওই যুবক-যুবতী কেন ঢুকেছিলেন, তা আমরা জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement