Murshidabad

মুর্শিদাবাদে ১৩টি অশান্তির ঘটনার তদন্তভার নিল রাজ্য সিআইডি, ‘বিশেষ নজর’ শক্তিপুরে

সিআইডির একটি সূত্রে খবর, বেলডাঙা এবং শক্তিপুর থানা এলাকায় রুজু হওয়া ১৩টি মামলার তদন্তভার হাতে হাতে নিয়ে দ্রুত সে সব অভিযোগ খতিয়ে দেখতে শুরু করেছেন তদন্তকারীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

বহরমপুর শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৭:১৬
Share:

—প্রতীকী চিত্র।

মুর্শিদাবাদের বিভিন্ন থানায় মোট ১৩টি এফআইআরের তদন্তভার নিল রাজ্য সিআইডি। তদন্তকারীদের ‘বিশেষ নজর’ রয়েছে শক্তিপুর এলাকায়। গত বুধবার ওই জেলার বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা ঘটেছিল। তা নিয়ে পুলিশের কাছে বেশ কয়েকটি অভিযোগ দায়ের হয়।

Advertisement

প্রশসান সূত্রে খবর, মুর্শিদাবাদে জেলায় দায়ের হওয়া ১৩টি এফআইআরের তদন্ত করবে সিআইডি। তদন্তে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে মুর্শিদাবাদের শক্তিপুর থানা এলাকাকে। কলকাতা হাই কোর্টে এ নিয়ে মামলা চলাকালীন রাজ্য গোয়েন্দারা স্বতঃপ্রণোদিত ভাবে তদন্ত শুরু করলেন বলে জানা গিয়েছে। সিআইডির একটি সূত্রে খবর, বেলডাঙা এবং শক্তিপুর থানা এলাকায় রুজু হওয়া ১৩টি মামলার তদন্তভার হাতে হাতে নিয়ে দ্রুত সে সব অভিযোগ খতিয়ে দেখতে শুরু করেছেন তদন্তকারীরা। অশান্তির মূল কারণ অনুসন্ধানে তদন্তের দায়িত্বভার দেওয়া হচ্ছে রাজ্য তদন্তকারী সংস্থার প্রবীণ দুই আধিকারিককে।

গত বুধবার অশান্তির ‘ভরকেন্দ্র’ হিসাবে উঠে আসে মুর্শিদাবাদের বেলডাঙা এবং শক্তিপুরের নাম। গন্ডগোলে আহতদের হাসপাতালে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় বহরমপুর লোকসভার কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে। পরে অধীর অভিযোগ করেন, তৃণমূলের প্ররোচনায় অশান্তি হচ্ছে ওই এলাকাগুলিতে। অন্য দিকে, ওই সব অশান্তির ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে সরব হয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা হাই কোর্ট সেই মামলা দায়েরের অনুমতি দিয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন