ফোনে পিন জেনে টাকা লোপাট সালারেও

কলকাতার বাসিন্দার টাকা তোলা হয়েছে চিন থেকে। শনিবার একই ভাবে জালিয়াতি করে কলকাতার কৈখালির এক বাসিন্দার টাকা তুলে নিয়েছে দুষ্কৃতীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সালার ও বেলডাঙা শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৬ ০০:০০
Share:

কলকাতার বাসিন্দার টাকা তোলা হয়েছে চিন থেকে। শনিবার একই ভাবে জালিয়াতি করে কলকাতার কৈখালির এক বাসিন্দার টাকা তুলে নিয়েছে দুষ্কৃতীরা। এ বার সেই তালিকায় নাম লেখাল মুর্শিদাবাদের দুই ছাপোষা এলাকা সালারেও।

Advertisement

ব্যাঙ্কের ম্যানেজারের পরিচয় দিয়ে এটিএম কার্ডের পিন নম্বর জেনে ৭০ হাজার টাকা তুলে নেওয়ার ঘটনা ঘটল সালারের কায়েমপাড়ায়। প্রতারিত বেলু শেখের দাবি, ১১ অক্টোবর অচেনা নম্বর থেকে ফোন আসে। ফোনের ও প্রান্তের ব্যক্তি নিজেকে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজার বলে দাবি করে। সে এটিএম কার্ডের সমস্যা হয়েছে বলে কার্ডের ১৬ সংখ্যার নম্বর জানতে চায়। প্রথমে দিতে না চাইলেও পী়ড়াপীড়ির জেরে বেলু শেখ ওই ব্যক্তি নিজের এটিএম কার্ডের নম্বর জানায়। পরে পিন নম্বর জানতে চেয়ে আবার একই নম্বর থেকে ফোন আসে বেলু শেখের মোবাইলে। দ্বিতীয় দফাতেও প্রবল জোরাজুরিতে গ্রামের সাদামাটা বেলু শেখ নিজের এটিএম কার্ডের পিন নম্বর জানিয়ে দেন।

এরপর থেকেই শুরু হয় টাকা চুরি। ১১ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের মধ্যে ২৫ দফায় ৬৭,৪০০ টাকা তোলে দুষ্কৃতীরা। এরপরই টনক নড়ে বেলু শেখের। তিনি সালার থানায় লিখিত অভিযোগ জানান। বেলু শেখ বলেন, “আমার টাকাগুলি এ ভাবে কেউ হাতিয়ে নেবে সেটা বিন্দুমাত্র বুঝতে পারিনি। সামনে বোনের বিয়ে। তার আগে টাকা চুরি হয়ে যাওয়াই চিন্তায় পরেছি। বিষয়টি পুলিশকেও জানান হয়েছে।” পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। পুলিশের একটা অংশ অবশ্য এই ধরনের ঘটনার জন্য গ্রাহকদেরই দায়ী করছে। জেলা পুলিশের এক কর্তার কথায়, “পুলিশের পক্ষ থেকে ২০১৩ সাল থেকে প্রত্যেক থানা এলাকায় এ বিষয়ে মাইকে প্রচার করে লোকজনকে সচেতন করা হচ্ছে। তারপরেও গ্রাহকরা একই ভুল করছে।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন