ইস্তফাপত্র প্রত্যাহার

পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার ন’দিনের মধ্যে তা প্রত্যাহার করে নিলেন কংগ্রেসের সুকান্ত ত্রিবেদী।

Advertisement
শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৫ ০১:০৫
Share:

পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার ন’দিনের মধ্যে তা প্রত্যাহার করে নিলেন কংগ্রেসের সুকান্ত ত্রিবেদী। কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পদ থেকে গত ৬ অক্টোবর ইস্তফার আর্জি জানিয়ে মহকুমাশাসকের কাছে চিঠি পাঠান তিনি। ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণে এই সিদ্ধান্ত বলে দাবি করেছিলেন। সুকান্তের অনুগামীদের অবশ্য দাবি ছিল, যোগ্য সম্মান না পেয়ে ওই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এক কর্মীর কথায়, ‘‘পঞ্চায়েত সমিতি জেলা কংগ্রেসের এক নেতার দ্বারা পরিচালিত হয়। সেখানে তিনি যথাযথ সম্মান পাচ্ছিলেন না।’’ মত পাল্টালেন কেন? সুকান্ত বলেন, “প্রদেশ সভাপতি অধীর চৌধুরীর অনুরোধেই ব্যক্তিগত সমস্যাকে সরিয়ে কাজে ফিরতে চাইছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement