কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ

মুর্শিদাবাদ জেলা কংগ্রেসে ভাঙন অব্যাহত। প্রতিদিন কংগ্রেস ছেড়ে কোনও না কোনও জনপ্রতিনিধি শাসক দল তৃণমূলে নাম লেখাচ্ছেন। রবিবার আইএনটিইউসি অনুমোদিত মুর্শিদাবাদ জেলা বাস শ্রমিক ইউনিয়ন তৃণমূলে শ্রমিক সংগঠনের সঙ্গে মিশে গেল। ওই উপলক্ষে একটি অনুষ্ঠান বাড়িও ভাড়া নেয় তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বহরমপুর শেষ আপডেট: ১৫ জুন ২০১৫ ০৩:০১
Share:

মুর্শিদাবাদ জেলা কংগ্রেসে ভাঙন অব্যাহত। প্রতিদিন কংগ্রেস ছেড়ে কোনও না কোনও জনপ্রতিনিধি শাসক দল তৃণমূলে নাম লেখাচ্ছেন।

Advertisement

রবিবার আইএনটিইউসি অনুমোদিত মুর্শিদাবাদ জেলা বাস শ্রমিক ইউনিয়ন তৃণমূলে শ্রমিক সংগঠনের সঙ্গে মিশে গেল। ওই উপলক্ষে একটি অনুষ্ঠান বাড়িও ভাড়া নেয় তারা। মুর্শিদাবাদ জেলা বাস শ্রমিক ইউনিয়নের সম্পাদক সনৎ বোসের দাবি, ‘‘কংগ্রেসের শ্রমিক সংগঠনে আমাদের শ্রমিক স্বার্থ নানা ভাবে বিঘ্নিত হচ্ছিল। সংগঠনের সদস্যরা বিপদে পড়লে জেলা কমিটির কাউকে পাশে পাইনি।’’ তিন বছর অন্তর সংস্থার বার্ষিক সভা করার কথা থাকলেও তা হয়নি বলে তাঁর অভিযোগ। এই পরিস্থিতিতে সংগঠনের সদস্যদের মতামত নিয়ে শাসক দলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে খবর।

যদিও মুর্শিদাবাদ জেলা আইএনটিইউসি’র সভাপতি মনোজ চক্রবর্তী বলেন, ‘‘এর আগে সিটু ছেড়ে কংগ্রেসের শ্রমিক সংগঠনে তারা নাম লিখিয়েছিল। এখন শাসক দলের সুযোগ-সুবিধে নিতেই তারা ওই দলে নাম লিখিয়েছেন।’’ এর আগে ২০১১ সালে সিটু ছেডে সদলবলে সনৎবাবু কংগ্রেসের শ্রমিক সংগঠনে যোগ দেন। তৃণমবলের জেলা সভাপতি মান্নান হোসেন বলেন, ‘‘বিধানসভার আগে কংগ্রেস বলে কিছু থাকবে না। সকলেই তৃণমূলে যোগ দেবে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন