Coronavirus

প্রচারে নামল সব দলই

বিভিন্ন দলের অন্দরের খবর, পুরভোট স্থগিত হয়েছে ঠিকই, কিন্তু কয়েক মাস পরেই তা হতে পারে। তাই বিপদের সময় মানুষের পাশে দাঁড়ালে আখেরে তা ফল দেবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২০ ০২:০৬
Share:

প্রতীকী ছবি।

করোনাভাইরাস সংক্রমণ রুখতে সোমবার সর্বদলীয় বৈঠকে পুরভোট স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। যার জেরে পুরভোটকে কেন্দ্র যে তাপ-উত্তাপের আবহাওয়া তৈরি হয়েছিল, প্রচার শুরু হয়েছিল তাতেও ভাটা পড়েছে। শাসকদল-সহ সব রাজনৈতিক দল তাঁদের পূর্ব নির্ধারিত কর্মসূচি বাতিল করে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মানুষের পাশে থাকা বার্তা দিচ্ছে। কংগ্রেস, বিজেপি ও তৃণমূল তাদের মঙ্গলবারের একাধিক কর্মসূচি স্থগিত করেছে। বিভিন্ন দলের অন্দরের খবর, পুরভোট স্থগিত হয়েছে ঠিকই, কিন্তু কয়েক মাস পরেই তা হতে পারে। তাই বিপদের সময় মানুষের পাশে দাঁড়ালে আখেরে তা ফল দেবে।

Advertisement

পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার বিকেলে বহরমপুর শহর কংগ্রেসের ডাকে মিছিল ছিল। কিন্তু করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেই মিছিল স্থগিত হয়েছে। মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, ‘‘ওয়ার্ড পিছু ১০ জনের স্বেচ্ছাসেবক বাহিনী গড়েছি। তাঁরা বিপদে সাহায্য করবেন।’’

তৃণমূলের ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচিও স্থগিত করা হয়েছে। বহরমপুর মহকুমা তৃণমূলের সভাপতি অরিত মজুমদার বলেন, ‘‘মানুষের পাশে দাঁড়াতে বহরমপুর, বেলডাঙায় মাস্ক বিলির কর্মসূচিও নেওয়া হচ্ছে।’’

Advertisement

মঙ্গলবার মুর্শিদাবাদ পুরসভার ৭, ৮ ও ১৪ নম্বর ওয়ার্ডে বিজেপির কর্মী বৈঠক ছিল। বৈঠক স্থগিত হয়েছে। দলের মুর্শিদাবাদ দক্ষিণ জেলার সভাপতি গৌরীশঙ্কর ঘোষ বলেন, ‘‘মঙ্গলবার তিনটি বৈঠক স্থগিত করা হয়েছে। দলের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement