ধৃতের সঙ্গে পুলিশ। — নিজস্ব চিত্র।
আগ্নেয়াস্ত্র হাতে সমাজমাধ্যমে ছবি পোস্ট করেছিলেন দম্পতি। এই ঘটনায় যুবককে গ্রেফতার করল পুলিশ। মুর্শিদাবাদের ডোমকলের মুরারিপুর তালতলাপাড়া এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম রাজিবুল শেখ। তাঁর বাড়ি থেকে একটি দেশি বন্দুক এবং দু’টি গুলি উদ্ধার করা হয়। বাড়িতে বেআইনি ভাবে আগ্নেয়াস্ত্র রাখা এবং তার অপব্যবহারের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা রুজু হয়। রবিবার তাকে আদালতে হাজির করানো হয়। পুলিশ তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত রাজিবুল এবং তাঁর স্ত্রী সমাজমাধ্যমে বেশ জনপ্রিয়। দিন দুই আগে বন্দুক হাতে ছবি তুলে পোস্ট করেছিলেন। যদিও কিছু ক্ষণ পরেই পোস্টটি মুছে দিয়েছিলেন ওই মহিলা। যদিও তত ক্ষণে সেই খবর পৌঁছে যায় ডোমকল থানার পুলিশের কাছে। এর পর শনিবার রাতে রাজিবুলের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
ধৃত ওই যুবক জেরায় দাবি করেছেন, তিনি আগ্নেয়াস্ত্রটি বিক্রি করার চেষ্টা করছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত রাজিবুলের বিরুদ্ধে এর আগেও একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মাস কয়েক আগে তাঁকে একটি ধর্ষণের মামলায় পুলিশ গ্রেফতার করেছিল।