সংস্কৃতি যেখানে যেমন...

বহরমপুরে সম্প্রতি প্রকাশিত হল দুটি কাব্যগ্রন্থ। শহরের বনবিতানে ঘরোয়া অনুষ্ঠানে প্রকাশিত হয় কবি কৃষ্ণেন্দু ঘোষের ‘ওষ্ঠ হননের কবিতা’। কাব্যগ্রন্থে রয়েছে ৫৭টি কবিতা। প্রচ্ছদশিল্পী সুদীপ্ত ঘোষ। তরুণ মুখোপাধ্যায়কে বহরমপুরের মানুষ ‘বেণুদা’ বলেই চেনেন। তাঁকে এ শহর চেনে সিএমের সর্বক্ষণের কর্মী বলেও। কিন্তু কবি বলে কত জন চেনেন? সেই সংশয় নিজেই এ বার দূর করলেন ‘আলো আঁধার’ নামের কাব্যগ্রন্থ প্রকাশ করে। গ্রন্থে রয়েছে ৭২টি কবিতা।

Advertisement
শেষ আপডেট: ১৮ মে ২০১৫ ০১:৫২
Share:

একাধিক বই প্রকাশ

Advertisement

বহরমপুরে সম্প্রতি প্রকাশিত হল দুটি কাব্যগ্রন্থ। শহরের বনবিতানে ঘরোয়া অনুষ্ঠানে প্রকাশিত হয় কবি কৃষ্ণেন্দু ঘোষের ‘ওষ্ঠ হননের কবিতা’। কাব্যগ্রন্থে রয়েছে ৫৭টি কবিতা। প্রচ্ছদশিল্পী সুদীপ্ত ঘোষ। তরুণ মুখোপাধ্যায়কে বহরমপুরের মানুষ ‘বেণুদা’ বলেই চেনেন। তাঁকে এ শহর চেনে সিএমের সর্বক্ষণের কর্মী বলেও। কিন্তু কবি বলে কত জন চেনেন? সেই সংশয় নিজেই এ বার দূর করলেন ‘আলো আঁধার’ নামের কাব্যগ্রন্থ প্রকাশ করে। গ্রন্থে রয়েছে ৭২টি কবিতা। নিজে নেতা হলেও তাঁর কলমের খোঁচা থেকে রেহাই পাননি রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতির ভণ্ডামি। প্রচ্ছদ এঁকেছেন কবিপুত্র পাভেল মুখোপাধ্যায়। জঙ্গিপুর থেকে প্রকাশিত হল রিনা কংস বণিকের নির্বাচিত প্রেমের কবিতা ‘যদি প্রেম’। পঞ্চাশেরও বেশি কবিতা রয়েছে বইতে। প্রকাশিত হয়েছে ‘ছাপাখানার বই’, ‘নাটক সংখ্যা’ পত্রিকাও। দেবাশিস সাহা সম্পাদিত ‘নাটক সংখ্যার’ অতিথি সম্পাদক অম্লান দত্ত। প্রায় কুড়িটি প্রবন্ধ রয়েছে তাতে। প্রকাশিত হয়েছে দেবাশিস সাহার কাব্যগ্রন্থ ‘গাছ পুরানের দৃষ্যকল’। প্রচ্ছদটিও কবির নিজেরই।

Advertisement

বহরমপুরে রবীন্দ্রস্মরণ

নৃত্যনাট্য অভিসার। রবীন্দ্রসদনে তোলা নিজস্ব চিত্র।

বহরমপুর রবীন্দ্রসদনের ভিতরের মূলমঞ্চে ও বাইরের মুক্তমঞ্চে একই সঙ্গে চলল রবীন্দ্রজন্মোৎসবের অনুষ্ঠান। ‘রবীন্দ্রমেলা, বহরমপুর’ আয়োজিত ৭ দিনের ওই উৎসব শুরু হয় গত ১১ মে। রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সমাপ্তি অনুষ্ঠান। নিরবিচ্ছিন্ন ভাবে অনুষ্ঠিত ‘রবীন্দ্রমেলা, বহরমপুর’ আয়োজিত রবীন্দ্রজন্মোৎসব এ বার ৪৩ বছর অতিক্রম করল। শহরের ১২টি স্কুল ও একটি কলেজ-সহ ৪০টি সংস্থার প্রায় ৫০০ শিল্পী গান, নাচ, নাটক, কাব্যনাটক, নৃত্যনাট্য, শ্রুতিনাট্যের মনোজ্ঞ অনুষ্ঠান পরিবেশন করেন।

জন্মদিনে প্রীতিলতা

স্বাধীনতা আন্দোলনে শহিদ প্রীতিলতা ওয়াদেদ্দারের ১০৫ তম জন্মদিন পালিত হল বহরমপুরের সূর্যসেনা কার্যালয়ে। ৫ মে তাঁর জন্মদিনে সূর্যসেনা পরিবারের মহিলা শাখা ওই অনুষ্ঠান করে। সভার মতে বিতর্কের বিষয় ছিল—‘সংসার ও সন্তান প্রতিপালন মেয়েদের একমাত্র কাজ।’ সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল।

সাহিত্য সম্মেলন

চাকদহের ‘মিলন সেতু’ সাহিত্য পত্রিকার উদ্যোগে রবিবার রাতে স্থানীয় রঞ্জনপল্লিতে আয়োজিত হল কবি-সাহিত্যিকদের সম্মেলন। কবি রুহুল আমিন হক মণ্ডল, দীনেশকুমার হাজারি, নৌসাদ আলি পত্রিকা সম্পাদক প্রফুল্ল বালা-সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। পত্রিকা প্রকাশ করেন চাকদহ পঞ্চায়েত সমিতির সভাপতি হরপ্রসাদ হালদার।

বাদল-স্মরণ

১৩ মে নাট্যকার বাদল সরকারের মৃত্যু দিবসে আলোচনা সভা করল কৃষ্ণনগর রূপকথা। বক্তব্য রাখেন শান্তি বিশ্বাস, ভাস্কর সেনগুপ্ত, বিশ্বজিৎ বিশ্বাস। কৃষ্ণনগর দ্বিজেন্দ্র মঞ্চে বাদলবাবুর নাটক ‘হট্টমেলার ওপারে’ মঞ্চস্থ হয়।

নৃত্যনাট্য তাসের দেশের একটি মুহূর্ত। বহরমপুরে গৌতম প্রামাণিকের তোলা ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন