Dacoity in Kalyani

রানাঘাটের পর কল্যাণী, ফের ডাকাতি নদিয়ার গয়নার দোকানে, লুট লক্ষাধিক নগদ-সহ সোনা

সোনার দোকানে ডাকাতির ঘটনা নদিয়ায় নতুন নয়। ২৯ অগস্ট রানাঘাট শহরের একেবারে প্রাণকেন্দ্র রথতলা রেলগেট এলাকায় ভরদুপুরে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। এ বার ডাকাতির ঘটনা ঘটল কল্যাণীতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৩ ১৪:২৭
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

সপ্তমীতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল কল্যাণীর একটি সোনার দোকানে। নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে আট জন দুষ্কৃতী সোনার দোকানের তালা ভেঙে অবাধে লুটপাট চালান। দোকানের ভল্টে রাখা নগদ সাড়ে তিন লক্ষ টাকা এবং বেশ কিছু রুপো এবং সোনার গয়না নিয়ে চম্পট দেন দুষ্কৃতীরা। শনিবার ভোর পাঁচটা নাগাদ খবর পৌঁছয় দোকানের মালিকের বাড়িতে। খবর দেওয়া হয় কল্যাণী থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা ঘটনার তদন্ত শুরু করেছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দোকানের নিরাপত্তারক্ষীদেরও।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কল্যাণীর ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীনবন্ধু দেবনাথের কল্যাণী পৌর এলাকার তিন নম্বর ওয়ার্ডের কাঁঠালতলা বাজার এলাকায় একটি সোনার দোকান আছে। অভিযোগ, শনিবার ভোর ৩টে নাগাদ বাজারের রাতপাহারার দায়িত্বে থাকা চার নিরাপত্তারক্ষীকে দুষ্কৃতীরা বেঁধে রেখে সোনার দোকানের দরজা গ্যাস কাটার দিয়ে কেটে ভিতরে ঢোকে। নিরাপত্তারক্ষীদের মোবাইল ছিনিয়ে নেন দুষ্কৃতীরা। প্রায় ঘণ্টাখানেক ধরে লুটপাট চালানোর পর দোকানের ভোল্টের মধ্যে থাকা প্রায় সাড়ে তিন লক্ষ টাকা নগদ এবং কয়েক লক্ষ টাকার সোনার এবং রুপোর গয়না নিয়ে চম্পট দেন তাঁরা। এক নিরাপত্তাকর্মীর দাবি, দুষ্কৃতীদের প্রত্যেকের মুখ ঢাকা ছিল, প্রত্যেকের হাতে ছিল অত্যাধুনিক অস্ত্র। তারা সঙ্গে করে দরজা ভাঙার বিভিন্ন সরঞ্জাম এনেছিল বলে জানিয়েছেন ওই নিরাপত্তাকর্মী। তিনি আরও জানান যে, দুষ্কৃতীরা নিজেদের মধ্যে হিন্দিতে কথাবার্তা বলছিলেন। সকাল ৬টা নাগাদ এক নিরাপত্তারক্ষী দোকানের মালিককে ফোন করে ঘটনার কথা জানান। সঙ্গে সঙ্গেই দোকানে পৌঁছন মালিক, খবর পৌঁছয় কল্যাণী থানাতেও।

পুলিশের প্রাথমিক অনুমান, স্থানীয় দুষ্কৃতীদের একটি চক্র এই ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত। নিরাপত্তারক্ষীদের বিভ্রান্ত করতে তাঁরা নিজেদের মধ্যে অন্য ভাষায় কথাবার্তা বলেছে। সোনার দোকানটিতে ডাকাতির আগে ওই এলাকায় বেশ কয়েকবার দুষ্কৃতীরা রেইকি করে গিয়েছে বলেও প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যে এলাকা জুড়ে শুরু হয়েছে তল্লাশি। নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদ করে সূত্র খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ। দেখা হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজও। সোনার দোকানটির মালিক দীনবন্ধু বলেন, “আমার সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল না। দোকানে যথেষ্ট মজবুত নিরাপত্তা ছিল। বড় রকমের প্রস্তুতি নিয়ে আমার সোনার দোকানে লুট করা হয়েছে। আমি সর্বস্বান্ত হয়ে গেলাম, পুলিশ দ্রুত ব্যবস্থা নিক।”

Advertisement

সোনার দোকানে ডাকাতির ঘটনা নদিয়ায় নতুন নয়। চলতি বছরের ২৯ অগস্ট রানাঘাট শহরের একেবারে প্রাণকেন্দ্র রথতলা রেলগেট এলাকায় ভরদুপুরে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। ক্রেতা সেজে সোনার দোকানে ঢুকে প্রথমে নিরাপত্তারক্ষীকে কব্জা করে ফেলেন দুই দুষ্কৃতী। এর পর একে একে ভিতরে ঢোকেন আরও পাঁচ থেকে সাত জন! দোকানের প্রায় ৯০ শতাংশ গয়নাই তাঁরা লুট করে নেন বলে অভিযোগ। পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ধরা হয় দুই দুষ্কৃতীকে। পরে গ্রেফতার করা হয় আরও তিন জনকে। সেই ঘটনার এখনও তদন্ত চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement