তরুণীর দেহ উদ্ধার

নিখোঁজ এক তরুণীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল খড়গ্রামের রতনপুর গ্রামে। বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামের একটি বিলের ঝোপের আড়ালে গৈরবা খাতুন (২২) নামে ওই মহিলার দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের অনুমান, ওই মহিলাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। মহিলার মা মুচলেকা বিবি খড়গ্রাম থানায় ইজাজুল শেখ ও তার ছেলে আসরাফুল শেখের নামে খুনের অভিযোগ দায়ের করেন। তবে পুলিশ এ দিন রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কান্দি শেষ আপডেট: ১৬ মে ২০১৫ ০১:৪৩
Share:

নিখোঁজ এক তরুণীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল খড়গ্রামের রতনপুর গ্রামে। বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামের একটি বিলের ঝোপের আড়ালে গৈরবা খাতুন (২২) নামে ওই মহিলার দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের অনুমান, ওই মহিলাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। মহিলার মা মুচলেকা বিবি খড়গ্রাম থানায় ইজাজুল শেখ ও তার ছেলে আসরাফুল শেখের নামে খুনের অভিযোগ দায়ের করেন। তবে পুলিশ এ দিন রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

Advertisement

মৃতার পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক আগে ওই তরুণীর সঙ্গে খুড়তুতো দাদা আসরাফুলের সঙ্গে ঘনিষ্ঠতা হয়। সম্প্রতি তাদের একটি কন্যা সন্তান হয়। ওই তরুণী গর্ভবতী হওয়ার পর থেকেই আসরাফুলকে বিয়ে করার জন্য বলছিল। অভিযোগ, বিয়ে না করে আসরাফুল ওই তরুণীকে গর্ভপাতের পরামর্শ দেয়। কিন্তু ওই তরুণী তাতে রাজি হয়নি বলে দাবি তরুণীর পরিবারের লোকজনের। কিন্তু সন্তান জন্মানোর পর ওই তরুণী ফের বিয়ে করার জন্য বলে। সম্প্রতি দুই পরিবারের মধ্যে এ নিয়ে বিস্তর কথা কাটাকাটিও হয়। এ দিন সকাল থেকে ওই তরুণীকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজখবর শুরু করেন। সন্ধ্যার সময় বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে খানালালার বিলে ঝোপের আড়ালে জলের মধ্যে ওই তরণীর দেহ পরে থাকতে দেখা যায়। খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে দেহটি শনাক্ত করেন। তরুণীর বাবা সৈয়দি শেখ বলেন, “ভাই ইজাজুল ও ভাইপো আসরাফুল আমার মেয়েকে পরিকল্পিত ভাবে খুন করেছে। পুলিশকে সব জানিয়েছি। কান্দির এসডিপিও সন্দীপ সেন বলেন, “দু’জনের নামে খুনের মামলা রুজু করা হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন