নববর্ষে কার্ড-ফুল দিয়ে মন জয়ের রাজনীতি

বাংলার নববর্ষের দিনটাকে প্রচারের কাজে ব্যবহার করল বিভিন্ন রাজনৈতিক দল। বৃহস্পতিবার সকালে রানাঘাটের চৌরঙ্গি মোড় থেকে ট্যাবলো বের করেছিল কংগ্রেস, বিষয় ছিল নববর্ষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রানাঘাট শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৬ ০১:৪৯
Share:

গোলাপ বিলোচ্ছেন অসীম সাহা।

বাংলার নববর্ষের দিনটাকে প্রচারের কাজে ব্যবহার করল বিভিন্ন রাজনৈতিক দল। বৃহস্পতিবার সকালে রানাঘাটের চৌরঙ্গি মোড় থেকে ট্যাবলো বের করেছিল কংগ্রেস, বিষয় ছিল নববর্ষ। সেখানেই পথচলতি মানুষের হাতে শুভেচ্ছার ছিমছাম কার্ড তুলে দিয়ে হাসি মুখে কংগ্রেস প্রার্থী জানিয়েছিলেন— শুভ নববর্ষ। রানাঘাট পুরসভার প্রাক্তন কাউন্সিলার ও কংগ্রেস নেতা দুলাল পাত্র বলছেনে, ‘‘ভাল থাকবেন, বছরটা ভাল কাটুক আপনার।’’ একটাও নির্বাচন-ঘেঁষা কথা নেই। নেই ‘ভোটটা দেবেন’ যাতে সকলের ভাল ভাবে কাটে সেই গোছের ভিক্ষাও। নতুন বছরের সকালে শুভেচ্ছা আঁকড়েই মানুষের মন জয় করতে চেয়েছেন দলীয় কর্মীরা।

Advertisement

পদ্ম দিয়ে শুভেচ্ছা মহাদেব সরকারের।নিজস্ব চিত্র

প্রচারের অন্য ধরনও ছিল। কেউ ঠাঠা রোদে তুলে দিয়েছেন শুকনো গোলাপ। কেউ বা রোদে কুঁকড়ে থাকা না ফোটা পদ্ম। পদ্মু তুলে দিয়ে কৃষ্ণনগর (দক্ষিণ) কেন্দ্রের বিজেপি প্রার্থী মহাদেব সরকার বলছেন, ‘‘ভাল থাকবেন।’’ এ দিন বিকেলে কৃষ্ণনগরের চ্যালেঞ্জ মোড়ে আবার গোলাপ হাতে দাঁড়িয়েছিলেন কংগ্রেস প্রার্থী অসীম সাহা। সুর একই— গোলাপ বাড়িয়ে তিনিও বলেছেন, ‘‘ভাল থাকবেন, বছরটা ভাল কাটুক।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন