ছেলেকে কুপিয়ে গ্রেফতার বাবা

ছেলেকে কোপানোর অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। অভিযোগ, শুক্রবার দুপুরে রানাঘাটের আনুলিয়া কায়েতপাড়ার বাসিন্দা বিষ্ণু দাসকে তাঁর বাবা কোপায়। আহত বিষ্ণুবাবু রানাঘাট হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মে ২০১৬ ০১:২৬
Share:

হাসপাতালে জখম বিষ্ণু দাস। —নিজস্ব চিত্র।

ছেলেকে কোপানোর অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। অভিযোগ, শুক্রবার দুপুরে রানাঘাটের আনুলিয়া কায়েতপাড়ার বাসিন্দা বিষ্ণু দাসকে তাঁর বাবা কোপায়। আহত বিষ্ণুবাবু রানাঘাট হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত বাবা সুদন দাসকে পুলিশ আটক করেছে। পেশায় ভ্যান চালক সুদনের ছেলে বিষ্ণুবাবু ভিন রাজ্যে থাকেন। অভিযোগ, এ দিন সুদন বৌমাকে গালিগালাজ করে। ছেলে বিষয়টির প্রতিবাদ করে। বাবা- ছেলের মধ্যে গণ্ডগোল বাঁধে। আচমকা ছেলের পেটে ধারালো অস্ত্র ঢুকিয়ে দেয় সে। চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। সুদনকে ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। আহত বিষ্ণুবাবুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে আহত বিষ্ণুবাবুর স্ত্রী সোমাদেবী বলেন, ‘‘এ দিন শ্বশুর মশাই আমাকে গালিগালাজ করছিলেন। তার প্রতিবাদ করতে গেলে আমার স্বামীর পেটে ভোজালি ঢুকিয়ে দেন। আমি ও আমার মেয়ে ঘরের মধ্যে দরজা বন্ধ করে চিৎকার করতে থাকি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement