রেজিনগরে পুড়ল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক

আগুন পুড়ে গেল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। সোমবার সকালে রেজিনগরের কাশীপুরের ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ধোঁয়ার কুণ্ডলী বেরোতে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া পুলিশকে। খবর যায় দমকলের কাছেও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রেজিনগর শেষ আপডেট: ১৪ জুন ২০১৬ ০৬:৩২
Share:

আগুন নেভার পর। —নিজস্ব চিত্র।

আগুন পুড়ে গেল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। সোমবার সকালে রেজিনগরের কাশীপুরের ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ধোঁয়ার কুণ্ডলী বেরোতে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া পুলিশকে। খবর যায় দমকলের কাছেও। বহরমপুর থেকে দমকলের দুটো ইঞ্জিন গিয়ে আগুন আয়ত্তে আনে। প্রায় ১ ঘণ্টারও বেশি চেষ্টায় আগুন আয়ত্তে আসে। দেখা যায় ব্যাঙ্কের কম্পিউটার ও এসি মেশিন , আসবাসপত্র, প্রয়োজনীয় জরুরি নথি কাগজ পুড়ে গিয়েছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ব্যাঙ্কের দফতর বন্ধ ছিল। শনি ও রবিবার ব্যাঙ্ক ছুটি ছিল। প্রাথমিক জদন্তের পর দলকলের অনমান, শুক্রবার দফতর বন্ধের দিন একটি কম্পিউটারের ইউপিএসের কানেকশন বন্ধ করা হয়নি। সেই তার পুড়ে সম্ভবত আগুন লাগে। ওই শাখার ম্যানেজার মৃণ্ময় বসু পুলিশকে জানান, ঠিক কি কারণে আগুন লেগেছিল তা সঠিক ভাবে খতিয়ে দেখা হচ্ছে। ক্ষয়ক্ষতির বিবরণও তালিকা নথিবদ্ধ করা হচ্ছে।

সোমবার কাশীপুরে গিয়ে দেখা যায়, ব্যাঙ্কের সামনে আমানতকারী ও অ্যাকাউন্ট হোল্ডারদের ভিড়। তাঁরা এক অ্যাকাউন্ট হোল্ডারের কথায়, ‘ভেতরের কম্পিউটার তো পুড়লই সঙ্গে টানা তিন দিন ব্যাঙ্ক বন্ধ। এই কাজ সামাল দিতে কত দিন লাগবে কে জানে। মাসের প্রথম অনেকের পেনশন তোলাও হয়নি। ফলে সমস্যায় পড়তে হচ্ছে।’

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন