Krishnanagar Murder

প্রেম ভাঙতে চাওয়ায় ঘরে ঢুকে গুলি করে খুন কৃষ্ণনগরের তরুণীকে! ঘটল মা-ভাইয়ের সামনেই

ঘরে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এক তরুণীকে গুলি করে খুন। সোমবার দুপুরে কৃষ্ণনগর উইমেন্স কলেজের ঠিক উল্টো দিকে ঘটনাটি ঘটে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৫ ১৫:৩০
Share:

নিহত তরুণী ঈশা মল্লিক। ছবি: সংগৃহীত।

ঘরে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এক তরুণীকে গুলি করে খুন। সোমবার দুপুরে কৃষ্ণনগর উইমেন্স কলেজের ঠিক উল্টো দিকে ঘটনাটি ঘটে। ওই তরুণীকে রক্তাক্ত অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, প্রেমঘটিত কারণে ঘটনাটি ঘটেছে। নিহত তরুণীর নাম ঈশিতা মল্লিক (১৯)। তিনি দ্বাদশ শ্রেণির ছাত্রী। বাড়ি কোতোয়ালি থানার মানিকপাড়ায়। তাঁর সঙ্গে দেশরাজ সিংহ নামে এক যুবকের সম্পর্ক ছিল। সম্প্রতি তরুণী সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চাইছিলেন। সেই রাগে ঘরে ঢুকে তরুণীকে গুলি করে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশ। কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার কে অমরনাথ বলেন, ‘‘মেয়েটির শরীরে দু’টি গুলির আঘাতের চিহ্ন রয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।’’

নিহত তরুণীর পরিবার সূত্রে খবর, ঘটনার সময় বাড়িতেই ছিলেন তরুণীর মা এবং ভাই। তরুণীর মায়ের বয়ান অনুযায়ী, সোমবার দুপুরে একটি শব্দ পেয়ে তিনি ঘরের দিকে ছুটে যান। দেখেন, এক তরুণ আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ঘর থেকে ছুটে বেরিয়ে যাচ্ছেন। এর পরেই ঘরে গিয়ে মেয়ের রক্তাক্ত দেহ দেখতে পান তরুণীর মা।

Advertisement

(ভ্রম সংশোধন: কৃষ্ণনগরে ছাত্রী খুনের এই খবরে প্রথমে আমরা লিখেছিলাম মূল অভিযুক্তের নাম দেবরাজ সিংহ এবং তাঁকে আটক করেছে পুলিশ। এই খবর সর্বৈব ভ্রান্ত। আদতে অভিযুক্তের নাম দেশরাজ সিংহ। পুলিশ এখনও তাঁর খোঁজ পায়নি। নিহত ঈশিতা মল্লিকের বাবার নাম লেখা হয়েছিল জয়দেব মল্লিক। সেটিও ভুল। মৃতার বাবার নাম দুলাল মল্লিক। অনিচ্ছাকৃত এই সমস্ত ত্রুটির জন্য আমরা আন্তরিক দুঃখিত ও নিঃশর্তে ক্ষমাপ্রার্থী।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement