বোমাবাজি

এলাকার দখল নিয়ে টানা দু’ঘণ্টা ধরে বোমাবাজি চলল সামশেরগঞ্জের হীরানন্দপুর ও ভাঙালাইন পাড়ায়। মঙ্গলবারের ওই ঘটনায় প্রায় শো দেড়েক বোমা ছোড়া হয়। জখম হন মহিলা-সহ ৪ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৫ ০১:৩১
Share:

এলাকার দখল নিয়ে টানা দু’ঘণ্টা ধরে বোমাবাজি চলল সামশেরগঞ্জের হীরানন্দপুর ও ভাঙালাইন পাড়ায়। মঙ্গলবারের ওই ঘটনায় প্রায় শো দেড়েক বোমা ছোড়া হয়। জখম হন মহিলা-সহ ৪ জন। ওই ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, দুই গ্রামের মাঝে ‘শান্তার মোড়’ বলে একটি জায়গা রয়েছে। প্রতিদিন সেখানে জুয়ার ঠেক বসে বলে অভিযোগ। ঠেক থেকে তোলা তুলতে মরিয়া দুই গ্রামের দু’দল দুষ্কৃতী। তাই নিয়ে মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ শুরু হয় বোমাবাজি। খবর পেয়ে সামশেরগঞ্জ ও সুতি থানার ওসি পুলিশবাহিনী নিয়ে গিয়ে ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করে। এলাকায় পুলিশি টহল রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement