যাচাই ছাড়াই জরিমানা, অভিযুক্ত জিআরপি

শুধু অভব্য ব্যবহারই নয়, চার ব্যাঙ্ক কর্মীকে জরিমানা করে রসিদ না দেওয়ার অভিযোগ উঠল কৃষ্ণনগর জিআরপি’র বিরুদ্ধে।মঙ্গলবার আপ হাজারদুয়ারি এক্সপ্রেসে কৃষ্ণনগরে এসে নামেন একটি বেসরকারি ব্যাঙ্কের চার কর্মী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ০১:১৪
Share:

শুধু অভব্য ব্যবহারই নয়, চার ব্যাঙ্ক কর্মীকে জরিমানা করে রসিদ না দেওয়ার অভিযোগ উঠল কৃষ্ণনগর জিআরপি’র বিরুদ্ধে।

Advertisement

মঙ্গলবার আপ হাজারদুয়ারি এক্সপ্রেসে কৃষ্ণনগরে এসে নামেন একটি বেসরকারি ব্যাঙ্কের চার কর্মী। তাঁদের অভিযোগ, সকাল ন’টা নাগাদ তাঁরা স্টেশনে নামামাত্র কর্তব্যরত রেল পুলিশের দুই কনস্টেবল তাঁদের থানায় নিয়ে গিয়ে জরিমানার জন্য জুলুম শুরু করেন। কী অপরাধ?

ব্যাঙ্ককর্মী প্রসেনজিৎ ভট্টাচার্য বলেন, “আমরা চার জনই ট্রেনের সামনের কম্পার্টমেন্টে উঠেছিলাম। দরজার বাঁ দিকের একটা বেঞ্চ প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। পুলিশের দাবি ওই সংরক্ষিত আসনে নাকি বসে ছিলাম আমরা।’’ তাঁরা জানান, বার বার বলা সত্ত্বেও জিআরপি-র ওই কনস্টেবলেরা মানতে চাননি, সংরক্ষিত ওই আসনে আদৌ বসেননি ব্যাঙ্ক কর্মীরা।

Advertisement

প্রসেনজিৎ বলেন, “আমরা সামনের গেট দিয়ে নামলে আমাদের দু’জন সহকর্মীকে ধরেন জিআরপি। তারা দাবি করেন, আমরা ওই গেট দিয়ে নেমেছি মানেই আমরা সংরক্ষিত আসনে বসেই এসেছি।’’

কোনও কথা না শুনেই তাঁদের জিআরপি থানায় নিয়ে গিয়ে ৩৬০ টাকা জরিমানা করার পরেও তার রসিদ অবশ্য দেননি বলেও অভিযোগ। স্টেশন ম্যানাজারের কাছে লিখিত অভিযোগও করেছেন ওই ব্যাঙ্ক কর্মীরা। স্টেশন ম্যানেজার রামগোপাল সিংহ বলেন, “অভিযোগ পেয়েছি। উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।” এ ব্যাপারে জিআরপি ওসি রজত হালদার বলেন, “অনেক প্রতিবন্ধী আমাদের কাছে এসে অভিযোগ করেন যে, সাধারন সুস্থ মানুষ তাদের আসনে বসে আসেন বলেই জায়গা পান না তাঁরা। সেই মতো আমরা মাঝে মধ্যে আচমকা হানা দিয়ে থাকি। ধরা পড়লে জরিমানাও করা হয়।’’ কিন্তু, ওঁরা সংরক্ষিত আসনে বসেছিলেন কিনা তা জানলেন কী করে, জরিমানা করা হলে রসিদই বা দিলেন না কেন?

না, তার কোনও সদুত্তোর দিতে পারেনি জিআরপি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement