রেলগেট পেরোতে গিয়ে বিকট শব্দ, আতঙ্ক ট্রেনে

রেলগেট পার হওয়ার সময় বিকট শব্দে শুনে আতঙ্ক ছড়াল রানাঘাট লালগোলা মেমু ট্রেনে। শিশু, মহিলারা ভয়ে চিৎকার জুড়ে দেন। পরে দেখা যায় ‘চেকরেল’-এ ফাটল ধরেছে। সোমবার বেলডাঙার ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর ১২০ নম্বর রেলগেটের ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৭ ০০:২০
Share:

রেলগেট পার হওয়ার সময় বিকট শব্দে শুনে আতঙ্ক ছড়াল রানাঘাট লালগোলা মেমু ট্রেনে। শিশু, মহিলারা ভয়ে চিৎকার জুড়ে দেন। পরে দেখা যায় ‘চেকরেল’-এ ফাটল ধরেছে। সোমবার বেলডাঙার ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর ১২০ নম্বর রেলগেটের ঘটনা।

Advertisement

এ দিন ৬৩১৩৩ আপ রানাঘাট লালগোলা মেমু ট্রেন ওই রেলগেট পার সময় বিকট শব্দ হয়। রেল সূত্রে জানা গিয়েছে, যেখানে রেলগেট রয়েছে ট্রেনের চাকাকে নিরাপদ রাখতে সেখানে ‘চেকরেল’-এর ব্যবহার করা হয়। এ দিন ওই চেকরেলেই ফাটল ধরে। স্থানীয় বাসিন্দারা তা দেখে বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানান।

বহরমপুর জর্জ কোর্টের আইনজীবী সুজিত মুখোপাধ্যায় বলেন, ‘‘আমি ওই ট্রে‌নে ছিলাম। রেলগেটের কাছে হঠাৎ বিকট শব্দ হয়। মহিলা ও শিশুরা চিৎকার করতে থাকেন।’’

Advertisement

রেল সূত্রে জানা গিয়েছে, ওই রেলগেটের কাজ কিছুদিন আগেই শেষ হয়েছে। জাতীয় সড়ক বন্ধ রেখে কাজ করলে যেহেতু যানজট হয় তাই দ্রুত কাজ শেষ করে রাস্তা ছেড়ে দিতে হয়। পর্যাপ্ত সময় পাওয়া যায় না খুঁটিনাটির দিকে নজর দেওয়ার। তবে এতে ভয় পাওয়ার কিছু নেই বলে তারা আশ্বাস দেয়। দ্রুত এটা তা সারিয়ে ফেলা হবে বলে রেল জানিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement