মুখে অ্যাসিড ঢেলে বধূ খুনের অভিযোগ

মুখে অ্যাসিড ঢেলে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামী-সহ শ্বশুরবাড়ির চার জনের বিরুদ্ধে। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে জলঙ্গির সাগরপাড়া এলাকায়। মৃতার নাম মীনাক্ষি বিশ্বাস (২৩)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৫ ০১:১৬
Share:

মুখে অ্যাসিড ঢেলে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামী-সহ শ্বশুরবাড়ির চার জনের বিরুদ্ধে। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে জলঙ্গির সাগরপাড়া এলাকায়। মৃতার নাম মীনাক্ষি বিশ্বাস (২৩)। তাঁর বাপের বাড়ি নদিয়ার করিমপুরের শিশা এলাকায়। পুলিশ জানিয়েছে, ঘটনার পরে শনিবার ওই মহিলাকে প্রথমে সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে ফের কলকাতার এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়ার পথে কৃষ্ণনগরের কাছে মৃত্যু হয় তাঁর।

Advertisement

ঘটনার পর থেকেই স্বামী অনুপ মণ্ডল-সহ তাঁর বাবা-মা, দিদি-জামাইবাবু পলাতক। মিনাক্ষীর বাবা অবনী বিশ্বাস রবিবার জলঙ্গি থানায় লিখিত আভিযোগ দায়ের করেন। ডোমকলের এসডিপিও অমরনাথ কে বলেন, ‘‘পাঁচ জনের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। অভিযুক্তরা পলাতক। তাদের চেষ্টা চলছে।’’

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বছর পাঁচেক আগে করিমপুরের শিশা গ্রামের অবনী বিশ্বাসের মেয়ে মীনাক্ষির বিয়ে হয় সাগরপাড়ার অনিল মণ্ডলের ছেলে অনুপের সঙ্গে। অভিযোগ, বিয়ের সময় লাখ দেড়েক নগদ টাকা-সহ গয়না আসবাব সবই মেয়ের পরিবারের তরফে দেওয়া হয়েছিল। বিয়ের পর তারা মীনাক্ষির পরিবারের কাছে আরও টাকা দাবি করে। শুরু হয় অত্যাচার।

Advertisement

স্থানীয় বাসীন্দাদের দাবি, প্রায়ই মীনাক্ষিকে মারধর করত ওরা। তা নিয়ে প্রতিবেশিদের সঙ্গেও ঝামেলায় জড়াত ওই পরিবার। মীনাক্ষির বাবা অবনীবাবু বলেন, ‘‘বছর দু’য়েক আগেও ৪০ হাজার টাকা দিয়েছি। কিন্তু, ওরা যে মেয়েকে মেরে ভেলতে পারে ভাবিনি!’’ গলা বুজে আসে তাঁর। সকলেই অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement