—প্রতিনিধিত্বমূলক চিত্র।
বাড়ির লাগোয়া গোয়ালঘর থেকে উদ্ধার হয়েছে তরুণীর নিথর দেহ। অভিযোগ, তাঁর শরীরে মারধরের চিহ্ন রয়েছে। তাঁকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মৃত মহিলার নাম হালিমা খাতুন। তাঁর বয়স ২৪ বছর। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত রুবেল শেখ। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদের ইসলামপুর থানা এলাকায়।
পুলিশ সূত্রে খবর, রুবেল মুর্শিদাবাদের ইসলামপুর থানার গুপিনাথপুর গ্রামের বাসিন্দা। কয়েক বছর আগে সম্বন্ধ করে তাঁর সঙ্গে বিয়ে হয় হালিমার। তাঁদের এক পুত্রসন্তানও রয়েছে। প্রতিবেশীদের দাবি, রুবেলের বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে দীর্ঘদিন ধরেই দাম্পত্য কলহ চলছে। বেশ কয়েক বার হালিমা বাপের বাড়ি চলে গিয়েছিলেন বলেও খবর। শুক্রবার রাতেও অশান্তি হয়েছিল দু’জনের মধ্যে। অভিযোগ, ঝগড়ার সময়ে বধূকে শ্বাসরোধ করে খুন করেন রুবেল। তার পরে গোয়ালে দেহ রেখে আসেন।
স্থানীয়েরা জানতে পেরে বধূর পরিবারকে খবর দেন। পরিবারের লোকজন এসে পৌঁছানোর আগেই এলাকা থেকে পালিয়ে যান অভিযুক্ত। রুবেলের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে বধূর পরিবার। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।