Gold Seized

বাংলাদেশ সীমান্তে বাজেয়াপ্ত প্রায় ৫০ লাখ টাকার অবৈধ সোনা

বিএসএফ সূত্রে খবর, আধা সেনার জওয়ানেরা আগেই খবর পেয়েছিলেন বৈজনাথপুর সীমান্ত দিয়ে সোনা পাচার হতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৫ ২২:০৯
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

সীমান্তের কাঁটাতার পেরিয়ে প্লাস্টিক প্যাকেট বন্দি করে সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিল সীমান্ত রক্ষী বাহিনী। সীমন্ত লাগোয়া ঝোপের মধ্যে থাকা একটি প্যাকেট থেকে উদ্ধার হয় প্রচুর সোনা। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে।

Advertisement

বিএসএফ সূত্রে খবর, আধা সেনার জওয়ানেরা আগেই খবর পেয়েছিলেন বৈজনাথপুর সীমান্ত দিয়ে সোনা পাচার হতে পারে। সেইমতোই তল্লাশি চালান তাঁরা। দীর্ঘ ক্ষণ ধরে চলে সেই তল্লাশি অভিযান। আর তার পরেই বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় ৫০ মিটার দূরে ঝোপের মধ্যে লুকোনো অবস্থায় একটি কালো প্যাকেট উদ্ধার করতে সফল হন তাঁরা।

প্যাকেটের ভিতরে বিভিন্ন আকারের চারটি সোনার টুকরো পাওয়া যায়। এই সোনার মোট ওজন ৪৩৯.২৩ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৪৪ লক্ষ ৪০ হাজার ৬১৫ টাকা। এ প্রসঙ্গে বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক নীলোৎপল পাণ্ডে বলেন, ‘‘এই ধরনের সাফল্য আমাদের জওয়ানদের কর্মদক্ষতা ও কর্তব্যের প্রতি নিষ্ঠার প্রমাণ।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement