BJP Internal Conflict

বিজেপির কোন্দলে বিরিয়ানি, পোলাও

বিজেপি যুব মোর্চার প্রাক্তন সাধারণ সম্পাদক প্রীতম বন্দ্যোপাধ্যায় ফেসবুকে সেই পোস্ট করেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বেলডাঙা শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৩ ০৬:০৮
Share:

—প্রতীকী চিত্র।

কোন্দল এ বার হেঁশেলে পৌঁছল।

Advertisement

বেলডাঙা শহর বিজেপির বিজয়া সম্মিলনী নিয়ে নতুন ও পুরনোর দ্বন্দ্ব নতুন মাত্রা পেল। বেলডাঙা শহরে বিজেপির মোট তিনটে বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে বিজেপি কর্মীদের একটি রাজনৈতিক পোস্ট কোন্দলকে হেঁশেলে পাঠিয়েছে। বিজেপি যুব মোর্চার প্রাক্তন সাধারণ সম্পাদক প্রীতম বন্দ্যোপাধ্যায় ফেসবুকে সেই পোস্ট করেছেন। সেটা অনেকের সঙ্গে শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘ভারতীয় জনতা পার্টির বেলডাঙা শহরের একনিষ্ঠ কর্মীদের দ্বারা আয়োজিত বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান হল। সেখানে ছিল খোলা হাওয়া, অফুরন্ত মানবিক ভালবাসা। ছিল না বিরিয়ানি, ফ্রায়েড রাইস, পোলাওয়ের কৃত্রিম ভালবাসা। ছিল ঐতিহ্যের মিষ্টি মুখ।’

বৃহস্পতিবার এই সম্মিলনীতে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক কাউন্সিলর। কিন্তু শুক্রবার বিজেপির শহর সভাপতি দাবি করেছে, শুক্রবার অনুষ্ঠিত বিজয়া সম্মিলনী হল শহর বিজেপির বিজয়া সম্মিলনী। উপস্থিত ছিলেন বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাখারভ সরকার। সেখানে পরে পোলাও ও আলুর দম খাওয়ানো হয়। ছিল মিষ্টির প্যাকেটও। বেলডাঙা শহর বিজেপির সভাপতি শুভজিৎ দাস বলেন, “কে কী ফেসবুকে লিখল জানি না। দলের পক্ষে নানা কর্মসূচি পালন করি। বিজয়া সম্মিলনী তার অন্যতম। এখানে কে কী খাওয়াল, তার বিচার হয় না।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন