জেল হেফাজত

কান্দির মিছিলে পিস্তল উঁচিয়ে নাচের ঘটনায় ধৃত সব্যসাচী দাস, মাধব দাস ও দুঃশাসন ঘোষকে বৃহস্পতিবার কান্দি আদালতে তোলা হয়। কান্দির এসিজেএম সুজিতকুমার ঝা তাদের চল্লিশ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। গত ১ অক্টোবর এই তিনজনকে গ্রেফতার করে কান্দি থানার পুলিশ। তারপরে দু’দফায় তারা মোট ছ’দিন পুলিশ হেফাজতে ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৫ ০১:২৫
Share:

কান্দির মিছিলে পিস্তল উঁচিয়ে নাচের ঘটনায় ধৃত সব্যসাচী দাস, মাধব দাস ও দুঃশাসন ঘোষকে বৃহস্পতিবার কান্দি আদালতে তোলা হয়। কান্দির এসিজেএম সুজিতকুমার ঝা তাদের চল্লিশ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। গত ১ অক্টোবর এই তিনজনকে গ্রেফতার করে কান্দি থানার পুলিশ। তারপরে দু’দফায় তারা মোট ছ’দিন পুলিশ হেফাজতে ছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement