সমবেদনা জাকিরের

প্রয়াত তৃণমূল মাধব মার্জিতের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানালেন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন। রবিবার খড়গ্রামের সাদল গ্রাম পঞ্চায়েত এলাকায় আমজুয়া গ্রামে মাধববাবুর বাড়িতে গিয়ে মাধববাবুর স্ত্রী রানুকা ও পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে জাকির।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৬ ০০:০০
Share:

তৃণমূলের মিছিল।—নিজস্ব চিত্র

প্রয়াত তৃণমূল মাধব মার্জিতের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানালেন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন। রবিবার খড়গ্রামের সাদল গ্রাম পঞ্চায়েত এলাকায় আমজুয়া গ্রামে মাধববাবুর বাড়িতে গিয়ে মাধববাবুর স্ত্রী রানুকা ও পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে জাকির। মাধববাবুকে যারা এ ভাবে গুলি ছুড়ে হত্যা করল তাদের চিহ্নিত করে কঠর শাস্তির ব্যবস্থা করার আর্জি জানান রেনুকা। জাকির বলেন, “মাধববাবু তৃণমূলের একজন সৈনিক ছিলেন। ওই অকাল প্রয়াণে দল সব সময়ের জন্য পাশে থাকবে।”

Advertisement

এ দিকে ওই দিন মাধববাবুর ওই খুনের প্রতিবাদে কান্দি মহকুমা জুড়ে প্রতিবাদ মিছিল বের করে তৃণমূল। কান্দি শহরের বাসস্ট্যান্ড চত্বর এলাকা থেকে কান্দি পুরসভা পর্যন্ত ওই মিছিল হয়। তৃণমূল সূত্রে খবর, আজ, সোমবার খড়গ্রামে মৌন মিছিলের আয়োজন করেছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন