গুরুমারা বিদ্যেয় অধীর বধের প্রচেষ্টা

মঙ্গলবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করলে দেখা যাচ্ছে বহরমপুরের কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তিনি নামিয়ে দিয়েছেন অধীরের দীর্ঘ দিনের রাজনৈতিক শিষ্য অপূর্ব সরকার ওরফে ডেভিডকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

 বহরমপুর শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৯ ০৩:২৭
Share:

বিধি-ভঙ্গ: বহরমপুরের নজরুল ইসলাম সরণিতে কংগ্রেসের অধীর চৌধুরীর পোস্টার। ছবি: গৌতম প্রামাণিক।

অধীর চৌধুরীকে আসন্ন লোকসভা ভোটে হারানোর লক্ষ্যে ‘গুরু মারা বিদ্যা’য় সিলমোহর দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মঙ্গলবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করলে দেখা যাচ্ছে বহরমপুরের কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তিনি নামিয়ে দিয়েছেন অধীরের দীর্ঘ দিনের রাজনৈতিক শিষ্য অপূর্ব সরকার ওরফে ডেভিডকে।সদ্য প্রাক্তন গুরুর বিরুদ্ধে ভোটযুদ্ধে তাঁর ভূমিকা কেমন হবে? কান্দির পুরপ্রধান ডেভিডের সোজা সাপটা জবাব, ‘‘প্রতিপক্ষ শত্রুর বিরুদ্ধে যেমন আচারণ হওয়া উচিত , তেমনই।’’

অধীর অবশ্য চিমটি কাটতে ছাড়ছেন না, ‘‘এখনও সময় আছে প্রার্থী তালিকা সংশোধন করে আমার বিরুদ্ধে তৃণমূলনেত্রী প্রতিদ্বন্দ্বিতা করুন। চ্যালেঞ্জ দিচ্ছি, তাঁকে না হারাতে পারলে রাজনীতিই ছেড়ে দেব।’’ বহরমপুর ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র দু’টির তৃণমুলের প্রার্থী যথাক্রমে অপুর্ব সরকার ও আবু তাহের খান। দু’ জনেই কংগ্রেসের টিকিটে নির্বাচিত বিধায়ক। জঙ্গিপুরে দল প্রার্থী করেছে খলিলুর রহমানকে। অপূর্ব সরকার ও নওদার বিধায়ক আবু তাহের খান দু’জনেই প্রাক্তন কংগ্রেস কর্মী। এখনও তাঁরা বিধায়ক পদ ছাড়েননি।

Advertisement

আরও পড়ুন: দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

কটাক্ষ করে অধীর বলছেন, ‘‘ওঁদের পকেটে এখনও কংগ্রেসের প্রতীক আছে, আর লোকসভায় তৃণমূলের প্রার্থী হলেন। কি হাঁসজারু রে বাবা!’’

জেলার রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, ‘‘ডেভিড তিন বারই বিধায়ক হয়েছেন তাঁর একদা রাজনৈতিক গুরু অধীর চৌধুরীর কাঁধে চেপে। এ বার যুযুধান গুরু-শিষ্যের লড়াই দেখতে মুখিয়ে আছে মুর্শিদাবাদ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন