ফেসবুকে শুভেচ্ছা তাপসের

পাঁচ বছর আগে লোকসভা ভোটে বড় ব্যবধানে জিতে এসেছিলেন তিনি। সেই তাপস মণ্ডলকে এ বার আর টিকিট দেয়নি দল। সেই বিদায়ী সাংসদই রানাঘাট লোকসভার নতুন তৃণমূল প্রার্থী, সদ্য খুন হয়ে যাওয়া বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের স্ত্রী রুপালি বিশ্বাসের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রানাঘাট শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৯ ০০:৫১
Share:

তাপস পাল। ফাইল চিত্র

পাঁচ বছর আগে লোকসভা ভোটে বড় ব্যবধানে জিতে এসেছিলেন তিনি। সেই তাপস মণ্ডলকে এ বার আর টিকিট দেয়নি দল। সেই বিদায়ী সাংসদই রানাঘাট লোকসভার নতুন তৃণমূল প্রার্থী, সদ্য খুন হয়ে যাওয়া বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের স্ত্রী রুপালি বিশ্বাসের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন।

Advertisement

মঙ্গলবার তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করার পরে সন্ধ্যায় তাপস বলেছিলেন, “দলের সিদ্ধান্ত মেনেই কাজ করব।” রাতেই ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায় ও রূপালীর ছবি দিয়ে তিনি লেখেন, “রানাঘাট লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সত্যজিৎ জায়া রূপালী বিশ্বাসের প্রতি আমার শুভেছা ও আশীর্বাদ রইল। দলের কর্মী হিসাবে আমাদের সকলকে এই নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে হবে।”

পোস্টের নীচে অনেকে শুভেচ্ছা জানিয়েছেন। অনেকেই লিখেছেন, তাঁরা ‘মিস’ করবেন তাপস মণ্ডলকে। গোষ্ঠী কোন্দলের জেরে নেতৃত্বের একাংশের বিরাগভাজন হওয়ায় তাঁকে ছেঁটে ফেলা হয়ে থাকতে পারে বলে সন্দেহের একটা বাতাবরণ তৈরি হয়েছিল। তার নিরসন করতে দলই কি তাঁকে এই ফেসবুক পোস্ট করার নির্দেশ দিয়েছে?

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

বুধবার তাপস দাবি করেন, “এটা অন্তর থেকেই লিখেছি। একটা বাচ্চা মেয়ে ভোটে দাঁড়িয়েছে। আমি পাশে থেকে সব সহযোগিতা করব।” দলের নেতৃত্বের সঙ্গে কি তাঁর কোনও কথা হয়েছে? তাপস বলেন, “দু’এক দিনের মধ্যেই শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করার কথা। দল চিন্তাভাবনা করেই সিদ্ধান্ত নিয়েছে। সৈনিক হিসাবে তা মেনে চলা আমার কর্তব্য। নির্বাচনের প্রচারে যেখানে যে ভাবে দল আমায় ব্যবহার করবে, সেই ভাবেই কাজ করব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন