—প্রতিনিধিত্বমূলক চিত্র।
সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ভাইকে খুনের অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। মুর্শিদাবাদের নওদা থানার আলিনগর গ্রামের ঘটনা। মৃতের নাম আতিকুল শেখ। তাঁর বয়স ৪২ বছর। ঘটনায় মৃতের দুই দাদা-সহ চার জনের নামে খুনের মামলা রুজু হয়েছে। যদিও এখনও অভিযুক্তদের গ্রেফতার করা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই জমি নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে অশান্তি চলছিল। অভিযোগ, সম্প্রতি আতিকুল আলিনগর গ্রামে পৈতৃক বাড়ি সংলগ্ন ফাঁকা জমিতে নতুন ঘর তৈরি করার পরিকল্পনা করছিলেন। আতিকুলের মেয়ের অভিযোগ, “ওই জমি আমাদের ভাগেই পড়েছিল। কিন্তু কাকা-কাকিমারা তা মানতে চাননি।” স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার আতিকুল ওই জমিতে বাড়ি তৈরির কাজ করছিলেন। সেই নিয়ে নতুন করে অশান্তি শুরু হয়।
অভিযোগ, ঝামেলার সময়ে আতিকুলকে লক্ষ্য করে পর পর বেশ কয়েকটি বোমা ছোড়েন দাদা বলে অভিযোগ। বোমার আঘাতে ঝলসে যায় তাঁর দেহ। তাতেই মৃত্যু হয় বলে দাবি পরিবারের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় নওদা থানার পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়েরা। তাঁদের অভিযোগ, খবর দিলেও সঠিক সময়ে আসেনি পুলিশ।