প্রেমিকার গলায় ছুরি চালিয়ে দিয়ে খুনের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফাতার করল পুলিশ। ধৃতের নাম আকাশ বিশ্বাস। বাড়ি রানাঘাটের বঙ্কিমনগর। অভিযোগ, বুধবার সকালের কোতোয়ালি থানার নতুনকালীপুর এলাকার বাসিন্দা দশমশ্রেড়ির এক ছাত্রীর ঘরে ঢুকে তার গলায় ছুরি চালিয়ে দেয়। সেই সঙ্গে সে নিজেও ধরের ভিতরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। চিৎকার শুনে কিশোরীটির পরিবারের লোকজন তাকে ধরে ফেলে। আশঙ্কাজনক অবস্থায় কিশোরীকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেই সঙ্গে পুলিশ ডেকে ওই যুবকে তাদের হাতে তুলে দেওয়া হয়। ওই যুবকের শারীরিক অবস্থায় খারাপ থাকায় তাকেও শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে কিশোরীর পরিবারের তরফে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হলে পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, কিশোরীটির ঠাকুমা কেরলে কাজ করেন। বছর খানেক আগে সেখানেই আলাপ হয়েছিল আকাশের সঙ্গে। তিনি নাতনির সঙ্গে আকাশের বিয়ের প্রস্তাব দেন। উভয় পরিবারই সেই প্রস্তাব মেনে নেন। কিন্তু শর্ত একটাই ছিল যে মেয়ের ১৮ বছর বয়স হওয়ার পরই বিয়ে দেওয়া হবে। সেই মত আকাশ নিয়মিত কিশোরীর বাড়িতে যাতায়াত শুরু করে। মঙ্গলবার রাতেও আকাশ কিশোরীর বাড়িতে বেড়াতে এসেছিল। পরদিন সকালে কিশোরীর ঘর ফাঁকা পেয়েই ভিতরে ঢুকে গলায় ছুরি চালিয়ে দেয় বলে অভিযোগ। কিন্তু কেন এমন করল? হাসপাতালের বিছানায় শুয়ে আকাশের দাবি, ‘‘কয়েক দিন ধরেই আমার কথা একদমই শুনছিল না। তা ছাড়া পাড়ারই একটা ছেলের সঙ্গে গল্প করছিল বলে আমি খবর পাচ্ছিলাম। সেই কারণেই রাগের মাথায় এমনটা করে ফেলেছি।’’ ওই কিশোরী এখনও হাসপাতালে চিকিৎসাধীন।