gambling

বাড়ির পাশে বসেছিল মদ এবং জুয়ার আসর, প্রতিবাদ করায় রক্তাক্ত মুর্শিদাবাদের যুবক! উত্তেজনা এলাকায়

স্থানীয় সূত্রের খবর, আক্রান্ত যুবকের নাম ডালিম শেখ। ভগবানগোলার কাশিয়াডাঙা এলাকায় তাঁর বাড়ি। মাথায় গুরুতর আঘাত নিয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন আক্রান্ত যুবক।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ১৩:২৪
Share:

— প্রতীকী চিত্র।

বাড়ির অদূরে বসেছিল মদ এবং জুয়ার আসর। তার প্রতিবাদ করায় যুবককে বেধড়ক মারধর করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবানগোলা থানা এলাকায়। মাথায় গুরুতর আঘাত নিয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন আক্রান্ত যুবক। পুলিশ এবং প্রশাসনের কাছে বিচারের দাবি করেছে তাঁর পরিবার।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, আক্রান্ত যুবকের নাম ডালিম শেখ। ভগবানগোলার কাশিয়াডাঙা এলাকায় তাঁর বাড়ি। ওই যুবকের পরিবারের দাবি, তাদের বাড়ি থেকে পুকুরে যাওয়ার মূল রাস্তা আটকে কয়েক জন মদ্যপান করছিলেন। বসেছিল জুয়ার আসর। তার প্রতিবাদ করেন ডালিম। খানিক বাদানুবাদের পর তাঁকে বাঁশ, লোহার রড দিয়ে মারধর করেন কয়েক জন। মাথা ফেটে যায় ডালিমের। রক্তাক্ত অবস্থায় তিনি রাস্তায় পড়ে গেলে পালিয়ে যান অভিযুক্তেরা। পরিবার এবং প্রতিবেশীদের কয়েক জন ডালিমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু তাঁর মাথার আঘাত দেখে সেখানকার চিকিৎসকেরা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তর করেন। আশঙ্কাজনক অবস্থায় সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ডালিম।

আক্রান্ত যুবকের দাদা বাবলু শেখ বলেন, ‘‘আমাদের পুকুর থেকে বাড়ি যাতায়াতের একটাই রাস্তা। গত কয়েক দিন ধরে ওই রাস্তা আটকে জুয়া এবং মদের আসর বসছিল। ভাই তার প্রতিবাদ করেছিল বলে ওকে প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়েছে। আমরা অভিযুক্তদের শাস্তি চাই।’’ পুলিশ সূত্রে খবর, এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এ নিয়ে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে তাদের তরফ থেকে খোঁজখবর করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement