Crime News

ভারত-বাংলাদেশ সীমান্তে পিস্তল নিয়ে ঘোরাঘুরি! মালদহের যুবক পাকড়াও মুর্শিদাবাদের সাগরপাড়ায়

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে সাগরপাড়া থানা এলাকায় অভিযান চালানো হয়েছিল। তখনই ধরা পড়েন মাসুদ শেখ নামে ২৫ বছরের যুবক।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৬
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার এক যুবক। শনিবার গভীর রাতে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সীমান্তবর্তী সিরোচর এলাকা থেকে অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, ধৃতের নাম মাসুদ শেখ। বয়স ২৫ বছর।

Advertisement

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে সাগরপাড়া থানা এলাকায় অভিযান চালানো হয়েছিল। তখনই ধরা পড়েন মাসুদ। তাঁর কাছ থেকে একটি পিস্তল, দুটি বুলেট এবং তিনটি গোলাবারুদ উদ্ধার হয়েছে। ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় কী উদ্দেশে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিলেন ওই যুবক, তাঁর সঙ্গে আরও কেউ ছিলেন কি না, সেই সব তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

জানা গিয়েছে, ধৃতের বাড়ি মালদহ জেলার বৈষ্ণবনগর থানা এলাকায়। কী কারণে তিনি মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশ সীমান্তে এসেছিলেন, বিএসএফের নিরাপত্তার ফাঁক গলে কী ভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিলেন, কাউকে অস্ত্রপাচারের চেষ্টা করেছিলেন কি না, তাই নিয়ে খোঁজখবর চলছে। রবিবার ধৃতকে আদালতে হাজির করানো হয়েছে। পুলিশ তাঁকে পাঁচ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement